Sunday, August 14, 2011

দুর্ভাগ্য সঞ্জয়ের!

http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Loan&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=11কপাল মন্দই বলতে হবে অভিনেতা সঞ্জয় দত্তের। সেই নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে দুর্ভাগ্য ও আইনি জটিলতা পিছু নিয়েছিল তার। এগুলো তার জীবনের অবিচ্ছেদ্য অংশই হয়ে উঠছিল প্রায়। কিন্তু সঞ্জয় সেই দুঃসময়কে পাশ কাটিয়েছেন। মওকা পেলে তিনি পরিচালনা করবেন বলে জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৫২ বছর বয়সী এই অভিনেতা অকপটে স্বীকার করেন, একটা সময় তিনি মাদক নেওয়া শুরু করেছিলেন। তার মা দুনিয়া ছাড়লেন। মারা গেলেন সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মা। এরপর মামলা-মোকদ্দমা, জেল-জরিমানা সবকিছু মিলে বাজে একটা সময়ের ভেতর দিয়ে আসতে হয়েছে তাকে। তবু তিনি মনে করেন, জীবনে এসব অভিজ্ঞতাই শাণিত করেছে তাকে। এখন যে কোনো চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। কারণ, একজীবনে কম তো দেখেননি!

No comments:

Post a Comment