Sunday, August 14, 2011

আবারও উপস্থাপনায় কাঞ্চন

http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Airline&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=10

বরাবরের মতো এ ঈদেও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে উপস্থাপক হিসেবে দেখা যাবে দিগন্ত টেলিভিশনের নিয়মিত ঈদ আয়োজন বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান 'কিছুক্ষণ'-এ। ঈদের দিন রাত ১১টা ২০ মিনিটে প্রচারিতব্য অনুষ্ঠানটিতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সহ-উপস্থাপনায় থাকবেন অভিনেতা আব্দুল আজীজ। বৈচিত্র্যময় সেগমেন্টের সমন্বয়ে সাজানো হবে পুরো অনুষ্ঠানটি। থাকবে মজার নাটিকা, কৌতুক নকশা, প্যারোডি গানসহ মজার মজার উপস্থাপনা। কিছুক্ষণের বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করবেন অভিনেতা ড. এনামুল হক, অমল বোস, ফজলুর রহমান বাবু, মহিউদ্দিন বাহার, জিল্লুর রহমান, শিরিন বকুল, পড়শি, শফিক তুহিন, আশা, ইমরান, আইয়ূব বাচ্চু, নকুল কুমার বিশ্বাস, পরেশ আচার্য প্রমুখ। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এস এম রিপন।

No comments:

Post a Comment