http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Tourist&pub_no=613&cat_id=1&menu_id=54&news_type_id=1&index=6
প্রেম নাকি রত্নার কাছে স্বর্গের মতো। যখন আসে, তখন সুখে ভেসে যায় তাঁর ভুবন। এ জন্যই শুরু থেকেই প্রেমের গল্পের ছবিতে অভিনয়ে প্রাধান্য দিয়েছেন তিনি। আর যদি টিনএজ বয়সের কোনো প্রেমের গল্প হয়, তাহলে তো কথাই নেই। এবার সে রকমই আরেকটি সুযোগ পেলেন এই অভিনেত্রী। ছবির নামটিও তাঁর কাছে বেশ সুন্দর লেগেছে। 'প্রেম তো হতেই পারে' নামের এ ছবিটি পরিচালনা করবেন সত্যরঞ্জন রোমান্স। রত্না বলেন, "সত্যদা যখন আমাকে গল্পটি শোনালেন, আমি একবারেই 'হ্যাঁ' করে দিয়েছি। প্রেমের গল্প বলে কথা। ছবিতে আমি একজন অল্প বয়স্ক মেয়ে, যে প্রেমের জন্য সব করতে পারে। অবশ্য জানি, চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমাকে বেশ খাটতে হবে। তবু মনপ্রাণ দিয়ে চেষ্টা করব। বাকিটা দর্শকের ওপর। তারাই রায় দেবেন।"
আগামী মাসের প্রথম থেকেই ছবিটির কাজ শুরু হবে বলেও জানান রত্না।
আগামী মাসের প্রথম থেকেই ছবিটির কাজ শুরু হবে বলেও জানান রত্না।
No comments:
Post a Comment