Sunday, August 14, 2011

আজ থেকে 'একটি সাধারণ প্রেমের গল্প'

http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Loan&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=4ঈদ উপলক্ষে 'একটি সাধারণ প্রেমের গল্প' শিরোনামে এক ঘণ্টার নাটকের কাজে হাত দিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ইতোমধ্যেই তিনি নাটকটির স্ক্রিপ্ট লেখার কাজ শেষ করেছেন। আজ থেকে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার আশপাশের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হবে বলেই নির্মাতা সূত্রে জানা গেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েদের সাধারণ প্রেমের গল্প নিয়েই গড়ে উঠেছে এ নাটকের কাহিনী। এতে অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, আফরোজা বানু, শিরিন বকুল, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।






এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত পেশ করুন
মতামত দিতে চাইলে অনুগ্রহ করে সাইনইন করুন

No comments:

Post a Comment