Sunday, August 14, 2011

পরিচালনায় মিতা নূর

প্রথমবারের মতো নাট্য পরিচালনা করলেন অভিনেত্রী মিতা নূর। খন্দকার হাফিজ রেদুর রচনায় 'চৌঙ্গালি' নামের একটি খণ্ড নাটক নির্মাণ করেছেন তিনি। গত ২৬ ও ২৭ জুলাই মানিকগঞ্জে নাটকটির শুটিং সম্পন্ন হয়।

নাটকটির গল্প প্রসঙ্গে মিতা নূর বলেন, 'চৌঙ্গালির মাধ্যমে গ্রামের মানুষের মাঝে অনেক সংবাদ পেঁৗছানো হয়ে থাকে। এই প্রথা এখনো অনেক গ্রামে আছে। কিন্তু অনেকেই সেই সংবাদ বা বার্তা নিজেদের মতো করেই তৈরি করে নেয়। ফলে অনেক সময় অনেক সমস্যাও তৈরি হয়। এই বিষয়টির ওপর ভিত্তি করে নাটকের কাহিনী আবর্তিত হয়েছে।' নাটকটিতে চৌঙ্গালি দিয়ে সবার মাধ্যমে বার্তা পেঁৗছায় মীর সাবি্বর। নাটকে আরও অভিনয় করেছেন_ রহমত আলী, এহসানুল হক মিনু, আলভী আহমেদ, গ্রুপ থিয়েটারের কিছু কর্মী, মানিকগঞ্জের স্থানীয় কিছু মানুষ। প্রথমবারের মতো নাটক নির্দেশনা সম্পর্কে মিতা নূর বলেন, 'আমি সবসময়ই ক্যামেরার সামনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কখনোই ইচ্ছা ছিল না নির্দেশনা দেওয়ার। কিন্তু এই নাটকটি নির্দেশনা দেওয়ার পর অনেক ভালো লাগছে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে। 

No comments:

Post a Comment