http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Forum&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=6
মুম্বাই আসছেন হলিউড মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব প্যারিস হিলটন। জানা গেছে, করণ জোহরের 'কফি উইথ করণ' অনুষ্ঠানের বিশেষ একটি পর্বে উপস্থিত হতেই তিনি বলিউডে আসছেন। আগামী মাসেই মুম্বাই আসছেন তিনি। এখানে এসে নিজের সাক্ষাৎকার দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তার ম্যানেজার করণ জোহরের নাম উল্লেখ করেন। পরে প্যারিসের পক্ষ থেকে করণের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। প্যারিসের সাক্ষাৎকার নেওয়ার জন্য রাজিও হয়ে যান করণ।
জানা গেছে, কফি উইথ করণ অনুষ্ঠানের ৪র্থ মৌসুমের প্রচার ইতোমধ্যেই শেষ হয়েছে। তাই যে চ্যানেলটিতে এই শোটি প্রচারিত হয়, সেই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে প্যারিসকে নিয়ে বিশেষ একটি পর্ব তৈরি সম্ভব কিনা তা জানতে চান করণ। প্যারিসের আন্তর্জাতিক তারকা খ্যাতির বিষয়টিকে বিবেচনা করে এই সুযোগ লুফে নেয় চ্যানেলটি। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই 'কফি উইথ করণ' অনুষ্ঠানে প্যারিসের ঘটনাবহুল জীবনের জানা-অজানা নানা অধ্যায় নিয়ে তাকে প্রশ্ন করবেন করণ জোহর।
জানা গেছে, কফি উইথ করণ অনুষ্ঠানের ৪র্থ মৌসুমের প্রচার ইতোমধ্যেই শেষ হয়েছে। তাই যে চ্যানেলটিতে এই শোটি প্রচারিত হয়, সেই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে প্যারিসকে নিয়ে বিশেষ একটি পর্ব তৈরি সম্ভব কিনা তা জানতে চান করণ। প্যারিসের আন্তর্জাতিক তারকা খ্যাতির বিষয়টিকে বিবেচনা করে এই সুযোগ লুফে নেয় চ্যানেলটি। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই 'কফি উইথ করণ' অনুষ্ঠানে প্যারিসের ঘটনাবহুল জীবনের জানা-অজানা নানা অধ্যায় নিয়ে তাকে প্রশ্ন করবেন করণ জোহর।
No comments:
Post a Comment