http://www.prothom-alo.com/detail/date/2011-08-15/news/178153
গালে হাত দিয়ে বসে থাকা এক কিশোর। মুখে স্মিত হাসি। ঠোঁটের ওপর সদ্য গজানো গোঁফের কালো রেখা। কবিতানুরাগীদের কাছে সুকান্তের এ ছবিটি চিরচেনা। কবিপ্রতিভা বিকাশের খুব বেশি সময় পাননি তিনি। তাতেই বাংলা কবিতায় স্থায়ী আসন করে নিয়েছেন। সৃষ্টি করেছেন স্বতন্ত্র ধারা।
শোষণ, বঞ্চনা আর বৈষম্যে ভরা সমাজটাকে একদম মেনে নিতে পারেননি তিনি। স্বপ্ন দেখেছেন সমাজটাকে পাল্টানোর। লিখেছেন, ‘বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,/ আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে’।
গতকাল রোববার ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গতকাল উদীচী শিল্পীগোষ্ঠী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরু সদ্য প্রয়াত খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সুকান্ত বিষয়ে আলোচনা করেন অধ্যাপক সফিউদ্দীন আহমেদ, হাবিবুল আলম, সঙ্গীতা ইমাম এবং উদীচী মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ’ গাইলেন উদীচীর শিল্পীরা। আরও পরিবেশিত হয় ‘হে মহামানব’. ‘কাটা হবে ধান’, ‘হে সাথী আজকে’ প্রভৃতি গান। উদীচীর কর্মীরা আবৃত্তি করেন ‘সিঁড়ি’ কবিতাটি।
জাতীয় জাদুঘরে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর অংশ হিসেবে গতকাল জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে শুরু হলো জাদুঘরে বঙ্গবন্ধুর উপহার দেওয়া ৪৮টি নিদর্শন, বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উল্লেখযোগ্য ৪০টি আলোকচিত্র এবং জাতীয় শোক দিবসে জাতীয় জাদুঘর আয়োজিত শিশু-কিশোর চিত্রকলা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ৪৯টি শিশু-কিশোর চিত্রকলার প্রদর্শনী। বঙ্গবন্ধুর দেওয়া নিদর্শনগুলোর মধ্যে পাকিস্তানিদের ওপর নিক্ষিপ্ত মুক্তিযুদ্ধের প্রথম গোলা, বঙ্গবন্ধুকে দেওয়া রক্ত দিয়ে লেখা মানপত্র উল্লেখযোগ্য।
তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।
২৪ আগস্ট পর্যন্ত প্রদর্শনী চলবে।
শিশু একাডেমীর কর্মসূচি
আজ সোমবার দুপুরে শিশু একাডেমীর আর্ট গ্যালারিতে ‘এসো বঙ্গবন্ধুর গল্প শুনি’, সনদ প্রদান, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ার। ‘এসো বঙ্গবন্ধুর গল্প শুনি’ আসরে গল্প শোনাবেন সৈয়দ হাসান ইমাম, খেলাঘরের চেয়ারপারসন মাহফুজা খানম ও সাংবাদিক বেবী মওদুদ।
ফরিদপুরে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
ফরিদপুর অফিস জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে শিশুদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিযোগিতা শুরু হয়। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমী যৌথভাবে এর আয়োজন করে।
জেলা শিশু একাডেমীর সংগঠক ফাতেমা বেগম জানান, পাঁচটি বিষয় নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতা।
গালে হাত দিয়ে বসে থাকা এক কিশোর। মুখে স্মিত হাসি। ঠোঁটের ওপর সদ্য গজানো গোঁফের কালো রেখা। কবিতানুরাগীদের কাছে সুকান্তের এ ছবিটি চিরচেনা। কবিপ্রতিভা বিকাশের খুব বেশি সময় পাননি তিনি। তাতেই বাংলা কবিতায় স্থায়ী আসন করে নিয়েছেন। সৃষ্টি করেছেন স্বতন্ত্র ধারা।
শোষণ, বঞ্চনা আর বৈষম্যে ভরা সমাজটাকে একদম মেনে নিতে পারেননি তিনি। স্বপ্ন দেখেছেন সমাজটাকে পাল্টানোর। লিখেছেন, ‘বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,/ আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে’।
গতকাল রোববার ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গতকাল উদীচী শিল্পীগোষ্ঠী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরু সদ্য প্রয়াত খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সুকান্ত বিষয়ে আলোচনা করেন অধ্যাপক সফিউদ্দীন আহমেদ, হাবিবুল আলম, সঙ্গীতা ইমাম এবং উদীচী মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ’ গাইলেন উদীচীর শিল্পীরা। আরও পরিবেশিত হয় ‘হে মহামানব’. ‘কাটা হবে ধান’, ‘হে সাথী আজকে’ প্রভৃতি গান। উদীচীর কর্মীরা আবৃত্তি করেন ‘সিঁড়ি’ কবিতাটি।
জাতীয় জাদুঘরে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর অংশ হিসেবে গতকাল জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে শুরু হলো জাদুঘরে বঙ্গবন্ধুর উপহার দেওয়া ৪৮টি নিদর্শন, বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উল্লেখযোগ্য ৪০টি আলোকচিত্র এবং জাতীয় শোক দিবসে জাতীয় জাদুঘর আয়োজিত শিশু-কিশোর চিত্রকলা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ৪৯টি শিশু-কিশোর চিত্রকলার প্রদর্শনী। বঙ্গবন্ধুর দেওয়া নিদর্শনগুলোর মধ্যে পাকিস্তানিদের ওপর নিক্ষিপ্ত মুক্তিযুদ্ধের প্রথম গোলা, বঙ্গবন্ধুকে দেওয়া রক্ত দিয়ে লেখা মানপত্র উল্লেখযোগ্য।
তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।
২৪ আগস্ট পর্যন্ত প্রদর্শনী চলবে।
শিশু একাডেমীর কর্মসূচি
আজ সোমবার দুপুরে শিশু একাডেমীর আর্ট গ্যালারিতে ‘এসো বঙ্গবন্ধুর গল্প শুনি’, সনদ প্রদান, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ার। ‘এসো বঙ্গবন্ধুর গল্প শুনি’ আসরে গল্প শোনাবেন সৈয়দ হাসান ইমাম, খেলাঘরের চেয়ারপারসন মাহফুজা খানম ও সাংবাদিক বেবী মওদুদ।
ফরিদপুরে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
ফরিদপুর অফিস জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে শিশুদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিযোগিতা শুরু হয়। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমী যৌথভাবে এর আয়োজন করে।
জেলা শিশু একাডেমীর সংগঠক ফাতেমা বেগম জানান, পাঁচটি বিষয় নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতা।
No comments:
Post a Comment