Sunday, August 14, 2011

চলে গেলেন সাম্মী কাপুর

http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Soccer&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=9
লাখো ভক্তকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সাম্মী কাপুর। গতকাল ভোর ৫টায় মুম্বইয়ের ব্রিচ কেন্ডি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সাম্মী কাপুর দীর্ঘদিন হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। 'এন ইভিনিং ইন প্যারিস', 'তিসরি মানজিল', 'জঙ্গলি'সহ অসংখ্য সুপারহিট ছবির নায়ক সাম্মী কাপুরের মৃত্যুর সংবাদটি সর্বপ্রথম টুইটারে প্রকাশ করে বিশ্ববাসীকে জানান দেন বিগ বি অমিতাভ বচ্চন।

সাম্মী কাপুরের মৃত্যুতে বলিউড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার দীর্ঘদিনের সহকর্মীরা শোকাহত। অমিতাভ বচ্চন তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 'খবরটি আমাকে দিশেহারা করে তুলেছে। আমার অনেকদিনের পুরনো বন্ধুকে হারালাম।'

ধর্মেন্দ্র বলেছেন, 'সাম্মী খুব ভালো মানুষ ছিল। আমাদের মধ্যে ভালো সম্পর্কও ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না তার মৃত্যু সংবাদ। কিন্তু বাস্তবতাকে একসময় বিশ্বাস করতেই হলো।'


No comments:

Post a Comment