http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Study&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=3
ঈদে বাংলাভিশনের জন্য নির্মিত হয়েছে আরমান ভাই সিক্যুয়ালের টেলিফিল্ম 'আরমান ভাই বিরাট টেনশনে'। বাংলাভিশনে প্রচারিত হয়েছে 'আরমান ভাই কয়া পারছে', 'আরমান ভাই ফাঁইস্যা গেছে', 'আরমান ভাইয়ের গদি কাইত'। এ ধারাবাহিকতায় সাগর জাহানের রচনা ও পরিচালনায় এই সিক্যুয়াল টেলিফিল্ম। টেলিফিল্মে আরমান ভাই চরিত্রে এবারও অভিনয় করেছেন জাহিদ হাসান। আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিশা। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আরফান, শানু প্রমুখ। টেলিফিল্মটি বাংলাভিশনে দেখতে পারবেন ঈদের তৃতীয় দিন রাত ৮টায়।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, আরমান ভাইয়ের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তার স্ত্রী আনিকা তাকে চিরতার পানি খাওয়ায়। সেই পানি খেয়ে আরমান ভাইয়ের শুধু মুখ নয় শরীর পর্যন্ত তিতা হয়ে যায়। মোমিনের বুদ্ধি নিয়ে আরমান ভাই চিকন গলায় মেয়েদের মতো আনিকার সঙ্গে কথা বলে। যাতে সে বাধ্য হয়ে বলে_ থাক আর চিরতার পানি খেতে হবে না। এমনি নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের গল্প। জাহিদ হাসান বলেন, 'আশা করি দর্শক এবারও আরমান ভাইকে গ্রহণ করবে।'
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, আরমান ভাইয়ের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তার স্ত্রী আনিকা তাকে চিরতার পানি খাওয়ায়। সেই পানি খেয়ে আরমান ভাইয়ের শুধু মুখ নয় শরীর পর্যন্ত তিতা হয়ে যায়। মোমিনের বুদ্ধি নিয়ে আরমান ভাই চিকন গলায় মেয়েদের মতো আনিকার সঙ্গে কথা বলে। যাতে সে বাধ্য হয়ে বলে_ থাক আর চিরতার পানি খেতে হবে না। এমনি নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের গল্প। জাহিদ হাসান বলেন, 'আশা করি দর্শক এবারও আরমান ভাইকে গ্রহণ করবে।'
No comments:
Post a Comment