Sunday, August 14, 2011

ছোটপর্দায় ১৫ আগস্ট

http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Hotel&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=12
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

সকাল ৬টা ১৫ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এনটিভিতে।



প্রধানমন্ত্রীর ভাষণ

সকাল ১০টা ০৫ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে একটি সমাবেশে ভাষণ দেবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এনটিভিতে।



প্রথম প্রতিবাদ

বৈশাখী টিভিতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান 'প্রথম প্রতিবাদ'। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পক্ষ থেকে যে প্রতিবাদ উঠেছিল সেসব ঘটনা নিয়ে নির্মিত হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান। প্রযোজনা করেছেন পলাশ মাহবুব। অনুষ্ঠানটি প্রচার হবে দুপুর ১২টা ১০ মিনিটে।



বৈশাখীর আলোচনা অনুষ্ঠান

বৈশাখীতে রয়েছে বিশেষ আলোচনা অনুষ্ঠান। এটি উপস্থাপনা করেছেন মনজুরুল আহসান বুলবুল। প্রযোজনা করেছেন ইসলাম শফিক। প্রচার হবে রাত ৮টা ১০ মিনিটে।



চলচ্চিত্র 'রহমান, ফাদার অব বেঙ্গল'

এনটিভিতে বেলা ১টা ২৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র 'রহমান, ফাদার অব বেঙ্গল'। জাপানের প্রখ্যাত চলচ্চিত্রকার নাগিসা ওশিমার এই ছবিটি নির্মিত হয়েছিল ১৯৭২ সালে। এখানে রয়েছে মুক্তিযু্দ্ধ-পরবর্তী স্বাধীন বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গ, বঙ্গবন্ধুর দুর্লভ সাক্ষাৎকার, বঙ্গবন্ধুর পারিবারিক কিছু দুর্লভ মুহূর্ত, কিছু অপ্রচারিত ঐতিহাসিক প্রামাণ্য দলিল ইত্যাদি।



সংগীতাঞ্জলি 'সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিলো'

বৈশাখী টিভিতে প্রচার হবে বিশেষ সংগীতাঞ্জলি 'সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিলো' অনুষ্ঠানটি। এটি পরিচালনা করেছেন খ. ম. হারুন। প্রচার হবে রাত ৯টায়। অনুষ্ঠানে জাতির জনককে নিয়ে রয়েছে বেশকিছু গান।



প্রামাণ্য অনুষ্ঠান 'তুমি আছ বলেই'

এনটিভিতে ১৪ আগস্ট রাত ১২টা ৩০ মিনিটে ও ১৫ আগস্ট সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রচার হবে জাতির জনক স্মরণে প্রামাণ্য অনুষ্ঠান 'তুমি আছ বলেই। প্রযোজনা করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেছেন রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক এবং বঙ্গবন্ধু গবেষক শফিউল আলম।

আলেখ্যানুষ্ঠান 'সুরশিখা'

সকাল ৭টায় প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান 'সুরশিখা'। ফয়েজ রেজার প্রযোজনায় অনুষ্ঠানটিতে থাকবে জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা, আবৃত্তি ও গান। অংশ নিয়েছেন শিল্পী সাদী মহম্মদ, মলয় গাঙ্গুলী ও প্রজ্ঞা লাবণী।



তথ্যচিত্র 'আমাদের বঙ্গবন্ধু'

এনটিভিতে বেলা ২টা ৩৫ মিনিটে প্রচার হবে তথ্যচিত্র 'আমাদের বঙ্গবন্ধু'। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রকাশনা অধিদফতর এর প্রযোজনায় তথ্যচিত্রটি নির্মিত হয়েছে।



মিউজিক ভিডিও 'যদি ফিরে পেতাম'

১৫ আগস্ট উপলক্ষে দেশটিভিতে প্রচার হবে মিউজিক ভিডিওর অনুষ্ঠান 'যদি ফিরে পেতাম'। এতে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্ট নিয়ে বিভিন্ন গানের ভিডিওচিত্র প্রচার হবে। অনুষ্ঠানটি প্রচার হবে ৯টা ৪৫ মিনিটে।

বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়া

দেশটিভিতে প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র 'যদি ফিরে পেতাম'। এতে বঙ্গবন্ধুর বিভিন্ন মুহূর্ত উঠে এসেছে। প্রামাণ্যচিত্রটি প্রচার হবে রাত সাড়ে ১০টায়।



'আমার বাংলার' স্থপতি জনক

বিশেষ আলোচনা অনুষ্ঠান 'আমার বাংলার' স্থপতি জনক। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানামাত্রিকতা নিয়ে আলোচনা করা হয়। চারটি বিষয় নিয়ে অনুষ্ঠানে আলোচনা করেন অতিথিরা। মুস্তাফা নূরউল ইসলামের গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, এম এম আকাশ, সৈয়দ আনোয়ার হোসেন এবং সেলিনা হোসেন। 'আমার বাংলার' স্থপতি জনক অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাশিক আহমেদ। বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় ১৫ আগস্ট রাত ১১টায় প্রচার হবে এই আলোচনা অনুষ্ঠানটি।

টুঙ্গিপাড়ার ছোট খোকা

সকাল ৬টা ৩০ মিনিটে 'টুঙ্গিপাড়ার ছোট খোকা' অনুষ্ঠান দিয়ে শুরু হবে এটিএন বাংলার ১৫ আস্টের বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নবুয়াত রহমান।



হৃদয়ে বঙ্গবন্ধু

বিলাস খানের পরিচালনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান 'হৃদয়ে বঙ্গবন্ধু' প্রচার হবে সকাল ৮টা ৩০ মিনিটে। এতে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন গান প্রচার হবে।



হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি

প্রামাণ্য অনুষ্ঠান 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি' প্রচার হবে বেলা ১১টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি সংকলন করেছেন তাশিক আহমেদ।



প্রতিনিয়ত শেখ মুজিব

তথ্যচিত্র 'প্রতিনিয়ত শেখ মুজিব' প্রচার হবে বেলা ১টা ২৫ মিনিটে এটিএন বাংলায়।

No comments:

Post a Comment