http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Forum&pub_no=613&cat_id=1&menu_id=54&news_type_id=1&index=4
'চ্যানেল আই সেরাকণ্ঠ : ২০০৮' প্রতিযোগিতার শীর্ষ প্রতিযোগী মনির। পরের বছর চ্যাম্পিয়ন হন কলকাতায় অনুষ্ঠিত 'সুর দরিয়া এপার-ওপার' প্রতিযোগিতায়। সাউন্ডটেক থেকে প্রকাশিত মিঙ্ড অ্যালবাম 'রংধনু'তে তাঁর গাওয়া প্রথম মৌলিক গান প্রকাশিত হয়। ঈদ সামনে রেখে নিজের প্রথম একক অ্যালবাম 'দেহতরী' নিয়ে আসছেন তিনি। লোকধাঁচের এ অ্যালবামে গান রয়েছে আটটি। এগুলোর মধ্যে চারটি গান শাহ্ আবদুল করিমের, দুটি গান হেমাঙ্গ বিশ্বাসের, একটি সোলায়মান খেয়াজপুরীর। বাকি গানটির কথা ও সুর করেছেন মনির নিজেই। গানগুলোর সংগীতায়োজন করেছেন আজমীর বাবু, ইমনার, অয়ন ও ফুয়াদ রেজা। মনির বলেন, 'গান নিয়েই আমি সারা দিন পড়ে থাকি। এক বছর ধরে এ অ্যালবামের গানগুলো তৈরি করেছি। আশা করি, শ্রোতাদের পছন্দ হবে।' উল্লেখ্য, সম্প্রতি লোকসংগীতের ওপর ডিগ্রি পাস করেছেন মনির।
'চ্যানেল আই সেরাকণ্ঠ : ২০০৮' প্রতিযোগিতার শীর্ষ প্রতিযোগী মনির। পরের বছর চ্যাম্পিয়ন হন কলকাতায় অনুষ্ঠিত 'সুর দরিয়া এপার-ওপার' প্রতিযোগিতায়। সাউন্ডটেক থেকে প্রকাশিত মিঙ্ড অ্যালবাম 'রংধনু'তে তাঁর গাওয়া প্রথম মৌলিক গান প্রকাশিত হয়। ঈদ সামনে রেখে নিজের প্রথম একক অ্যালবাম 'দেহতরী' নিয়ে আসছেন তিনি। লোকধাঁচের এ অ্যালবামে গান রয়েছে আটটি। এগুলোর মধ্যে চারটি গান শাহ্ আবদুল করিমের, দুটি গান হেমাঙ্গ বিশ্বাসের, একটি সোলায়মান খেয়াজপুরীর। বাকি গানটির কথা ও সুর করেছেন মনির নিজেই। গানগুলোর সংগীতায়োজন করেছেন আজমীর বাবু, ইমনার, অয়ন ও ফুয়াদ রেজা। মনির বলেন, 'গান নিয়েই আমি সারা দিন পড়ে থাকি। এক বছর ধরে এ অ্যালবামের গানগুলো তৈরি করেছি। আশা করি, শ্রোতাদের পছন্দ হবে।' উল্লেখ্য, সম্প্রতি লোকসংগীতের ওপর ডিগ্রি পাস করেছেন মনির।
No comments:
Post a Comment