http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Loan&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=8
আজ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হবে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে রচিত মনোড্রামা 'লাল জমিন'র সপ্তম শো। নাটকটি রচনা করেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী। নাটকে চৌদ্দ বছর বয়সী এক কিশোরীর মুক্তিযুদ্ধ নিয়ে তার ভাবনা উঠে এসেছে। নাটকটিতে একক অভিনয় করেছেন অভিনেত্রী মোমেনা চৌধুরী। প্রযোজনা করেছে নাট্য সংগঠন শূন্যন। নাটকটি সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে।
No comments:
Post a Comment