Sunday, August 14, 2011

অ্যারোমায় পরমা

http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=International&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=13রূপর্চচা বিষয়ক সরাসরি অনুষ্ঠান অ্যারোমায় পরমা অনুষ্ঠানে প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় যেমন_ চুল, ত্বক, সানবার্ন ইত্যাদি বিউটিশিয়ান ও অ্যারোমা থেরাপিস্ট শিবানী দে ফোনে সরাসরি দর্শকদের রূপ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের প্রতি পর্বে ফোনের মাধ্যমে দর্শকরা তাদের রূপের নানা সমস্যা নিয়ে শিবানী দে'র সঙ্গে কথা বলতে পারেন । অনুষ্ঠানটি প্রতি সোমবার বিকেল ৫ টা ৩০ মিনিটে মোহনা টিভিতে প্রচারিত হয়।

No comments:

Post a Comment