http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Cricket&pub_no=613&cat_id=1&menu_id=54&news_type_id=1&index=1
বাংলাদেশের অনেক জনপ্রিয় গানেরই সুরকার, সংগীত পরিচালক প্রয়াত সত্য সাহা। বেতার, টেলিভিশন কিংবা চলচ্চিত্র সব মাধ্যমেই সমান শ্রোতাপ্রিয়তা অর্জন করেছিল তাঁর গান। এবার ঈদে গুণী এ সংগীত পরিচালকের প্রায় ২০টি গান নিয়ে ইটিভি আয়োজন করবে বিশেষ ফোনোলাইভ স্টুডিও কনসার্ট অনুষ্ঠান। 'ঈদ আনন্দে সত্য সাহার গান' নামের এ অনুষ্ঠানটি ঈদের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে। প্রযোজনায় কামরুজ্জামান রঞ্জু। সত্য সাহার ছেলে ইমন সাহার পাশাপাশি গানগুলোতে কণ্ঠ দেবেন এ প্রজন্মের শিল্পী দিঠি আনোয়ার, রন্টি দাস, সাবি্বর, কিশোর ও আলিফ। এ প্রসঙ্গে ইমন সাহা বলেন, 'এর মাধ্যমে সবাই আমার বাবার গানগুলো নতুন করে শুনতে পারবেন। পাশাপাশি এ প্রজন্মের শিল্পী-শ্রোতারাও বাবার গানগুলো সম্পর্কে নতুন করে জানতে পারবেন।'
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন ইমন। গাওয়ার পাশাপাশি গান এবং বাবাকে নিয়ে নানা স্মৃতিচারণা করবেন তিনি। অনুষ্ঠানে গাওয়ার জন্য যে গানগুলো চূড়ান্ত করা হয়েছে সেগুলোর কয়েকটির শিরোনাম 'চেনা চেনা লাগে তবু অচেনা', 'দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক', 'চিঠি দিও প্রতিদিন', 'আমার মন বলে তুমি আসবে', 'রূপালী নদীরে', 'বন্ধু হতে চেয়ে তোমার', 'আকাশের হাতে আছে একরাশ নীল', 'তুমি কি দেখেছো কভু', 'ঐ দূর দূরান্তে', 'মাগো মা ওগো মা' প্রভৃতি।
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন ইমন। গাওয়ার পাশাপাশি গান এবং বাবাকে নিয়ে নানা স্মৃতিচারণা করবেন তিনি। অনুষ্ঠানে গাওয়ার জন্য যে গানগুলো চূড়ান্ত করা হয়েছে সেগুলোর কয়েকটির শিরোনাম 'চেনা চেনা লাগে তবু অচেনা', 'দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক', 'চিঠি দিও প্রতিদিন', 'আমার মন বলে তুমি আসবে', 'রূপালী নদীরে', 'বন্ধু হতে চেয়ে তোমার', 'আকাশের হাতে আছে একরাশ নীল', 'তুমি কি দেখেছো কভু', 'ঐ দূর দূরান্তে', 'মাগো মা ওগো মা' প্রভৃতি।
No comments:
Post a Comment