Sunday, August 14, 2011

বিদেশি গণমাধ্যমে তারেক মাসুদের মৃত্যুর খবর

http://www.samakal.com.bd/details.php?news=21&action=main&menu_type=&option=single&news_id=182491&pub_no=783&type='কাগজের ফুল' ছবির চিত্রায়নের স্থান নির্বাচন করে ফেরার পথে গত শনিবার মানিকগঞ্জে মর্মান্তিক এক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নির্মাতার মৃত্যুর খবরটি গতকাল ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। কলকাতার আনন্দবাজার ও বর্তমান পত্রিকার শিরোনাম ছিল 'বাংলাদেশে দুর্ঘটনায় মৃত্যু চিত্রপরিচালক তারেক মাসুদের।' গণশক্তি পত্রিকা ছেপেছে_ 'দুর্ঘটনায় নিহত বাংলাদেশের চলচ্চিত্রকার তারেক মাসুদ'। দৈনিক সংবাদ প্রতিদিন ছেপেছে_ "দুর্ঘটনায় মৃত 'মাটির ময়না' ছবির স্রষ্টা"। বিবিসিতে প্রকাশিত খবরের শিরোনাম ছিল_ 'তারেক মাসুদ, মিশুক মুনীর নিহত'। বার্তা সংস্থা এএফপিও এ মৃত্যুর খবর প্রকাশ করেছে।

No comments:

Post a Comment