Sunday, August 14, 2011

সাক্ষাৎকার : ফারুক আহমেদ মানুষ হাসানো কঠিন কাজ

http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Wallpaper&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=7
ফারুক আহমেদ, অভিনয় শুরু মঞ্চ থেকে। হাঁটি হাঁটি পা পা করে ৩০ বছর কাটিয়ে দিয়েছেন অভিনয় জগতের সঙ্গে। ঈদের নাটক নিয়ে আজ তার সাক্ষাৎকার।
কোথায় এখন?

আনিসুল হক মিলনের পরিচালনায় সাত পর্বের একটি নাটকে কাজ করছি। 'ভালোবাসি আশ্চর্য মেঘ দল' নাটকে আমি ছাড়াও অভিনয় করছেন সজল, বিন্দু, সীমানাসহ আরও অনেকে। এখানে আমাকে দেখা যাবে একজন মেসেঞ্জারের চরিত্রে। চরিত্রটির মধ্যে বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে।



ঈদে আর কি কি নতুন নাটক করছেন?

ঈদে বেশ কয়েকটি নাটকে কাজ করছি। এর মধ্যে হুমায়ূন আহমেদের রচনায় ও মেহের আফরোজ শাওনের পরিচালনায় 'চৌধুরী খালেকুজ্জামানের বিশ্বরেকর্ড' নামের একটি নাটক করছি। নাটকের গল্পটি অসাধারণ। এছাড়া মিলন ভট্টাচার্যের 'বসিকরণ', অঞ্চনা আইচের 'একটু পরে একটি ভয়ঙ্কর নাটকের শুটিং শুরু হবে', হাসান জাহাঙ্গীরের 'ওয়ার জিরো একশন', জসিম রিজভীর 'জার্নি বাই রকেট', সুজনের 'অল বিদায় স্টোর', আলী রেজার 'বিয়ের বাজার' ইত্যাদি।



নোমান রবিনের একটি নতুন নাটকে কাজ করছেন?

হ্যাঁ, নোমান রবিনের জনপ্রিয় নাটক 'সিটি বাস' নাটকের নতুন একটি ভার্সন 'সিটি বাস রিটার্ন' নামের একটি নাটকে কাজ করছি। তবে এখনো বলতে পারছি না নাটকে আমার চরিত্রটি কি। ডিরেক্টর আমাকে এখনো কিছু বলেননি। আগের সিরিয়ালগুলো দেখে মনে হচ্ছে, এবারের নাটকটিও ভালো হবে।



নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করছেন?

এরই মধ্যে দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করলাম। একটি হচ্ছে পাইপ আর অন্যটি হচ্ছে পাম্পের। এছাড়া আরও কিছু বিজ্ঞাপনের কাজ হাতে আছে।



১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মদিন, তাকে নিয়ে কিছু বলুন।

আমি মানিকগঞ্জের তালুকনগর থিয়েটারে অনেক দিন কাজ করেছি। তারপর ভর্তি হই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানেই সেলিম আল দীন স্যারের সঙ্গে আমার পরিচয় হয়। তার মতো ভালো মানুষ আমি কখনো আর পাব কিনা জানি না। সম্প্রতি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। এদের হারানো যে আমাদের জন্য কতটুকু ক্ষতি তা বলে বুঝাতে পারব না।



ঢাকা থিয়েটারের কোন্ কোন্ নাটকে আপনি কাজ করেছেন?

আমি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হই ১৯৮৩ সালে। এরপর থেকে এই দলের হয়ে 'মুনতাসির ফ্যান্টাসি, কীর্ত্তনখোলা, কেরামত মঙ্গল, বনপাংশুল, প্রাচ্য, হাত হদাই, যৈবতী কন্যার মন, ভূত, একাত্তরের পালা, চাকা ইত্যাদি।



আবারও মঞ্চে আসবেন?

টিভি নাটকে ব্যস্ত হওয়ায় এখন আর মঞ্চে কাজ করতে পারি না। এটি আমার প্রাণের জায়গা। তবে এখন বলতে পারছি না মঞ্চে ফিরব কিনা।



অভিনয়ে অনেকটা সময় কাটিয়ে দিলেন, কি পেয়েছেন আর কি পাননি?

আমি চাওয়া-পাওয়ার হিসাব কষে মিডিয়াতে আসিনি। আমি চেষ্টা করেছি আমার অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের আনন্দ দিতে। আর আমার কাছে মনে হয়েছে মানুষ হাসানো কঠিন কাজ।

* আলী আফতাব

No comments:

Post a Comment