Sunday, August 14, 2011

স্তব্ধ সময়ের কথা

http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Career&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=0
 নির্মাতা তারেক মাসুদ অসময়ে চলে গেছেন। স্তব্ধ হয়ে আছে পুরো দেশ। মিডিয়াজুড়ে এখন শোকের ছায়া। 'অসময়ে কেন চলে যাওয়া'_ এই বিষয়ে বরেণ্য নির্মাতা তারেক মাসুদের কাছের মানুষের প্রতিক্রিয়া তুলে ধরা হলো :

সৈয়দ শামসুল হক

যুদ্ধাপরাধীরা কি করেছে তার সারমর্ম চলচ্চিত্রের মাধ্যমে সবার মাঝে তুলে দেওয়ার প্রচণ্ড রকম ইচ্ছা ছিল তার। সে অনুযায়ী সম্ভবত তিনি কাজও শুরু করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই চলে গেলেন তারেক মাসুদ। সত্যিই এই চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।



রাজ্জাক

তারেকের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল না। কিন্তু ওর কাজের সঙ্গে আমি পরিচিত। দারুণ মেধাবী মানুষটি। আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো নয়। তারেকের মতো মানুষও চলে গেল। জানি না ভবিষ্যতে কি হবে আমাদের।



চাষী নজরুল ইসলাম

তারেক আমার পছন্দের একজন মানুষ। হঠাৎ সে চলে গেল। এটা আমি মানতে পারছি না। আমরা তৃতীয় বিশ্বের মানুষ তো। তাই এমন হঠাৎ চলে যাওয়াকে অত সহজে মেনে নিতে পারি না। তারেকরা তো আমাদের সম্পদ, সম্পত্তি নয়। তা হলে কেন একে একে তাদের এমন অসচেতন মানুষের জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হবে?



ইলিয়াস কাঞ্চন

প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় দেশের নানা অঞ্চলে মানুষ মারা যাচ্ছেন। কিন্তু এদিকে সরকারের কোনো দৃষ্টি নেই। যথাযথভাবে গাড়ি চালানো না শিখে অনেকেই গাড়ি চালাচ্ছেন। এমন একটি দুর্ঘটনায় নিহত হয়েছেন বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ। আমি একা সত্যিই আর পারছি না। ইভ টিজিংয়ের মতো সরকারের সড়ক দুর্ঘটনাকে দুর্যোগ হিসেবে বিবেচনা করে দ্রুত এটা প্রতিরোধ করার ব্যবস্থা করতে হবে।



জয়ন্ত চট্টোপাধ্যায়

হায়! কোথা থেকে কী হয়ে গেল। 'কাগজের ফুল' চলচ্চিত্রে আমার অভিনয় করার কথা ছিল। ভেবেছিলাম দেখা করে স্ত্রীপ্ট নিয়ে আসব। কিন্তু তা আর হলো না।

শাহীন সামাদ

অদক্ষ ড্রাইভাররা মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। কিন্তু কিছুই হচ্ছে না। তারেক মাসুদের মতো গুণী মানুষকে হারিয়ে জাতি কতখানি দিশেহারা, তা কি ওরা জানে? দেশের শৃক্সখলা ফিরিয়ে আনতে আমরা সবাই কি এক হতে পারি না?



সারা যাকের

সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদের এই অকাল প্রয়াণ আমাদের দেশের সড়ক ব্যবস্থা যে অত্যন্ত দুর্বল সে ব্যাপারটাই আবার জানান দিল। আমি এর প্রতিকার চাই। এভাবে একের পর এক মেধাবী মানুষকে আমরা হারাতে চাই না।



রোকেয়া প্রাচী

আমাদের মধ্যে ছিল পারিবারিক সম্পর্ক। ভারো সময় তো বটেই, আমার খারাপ সময়েও তারেক মাসুদ ভাই পাশে ছিলেন। আমার আজকের অবস্থানের পেছনে তার অনেক অবদান। আমরা অনেক বড় একজনকে হারালাম। তারেক মাসুদের মতো মানুষ আমাদের চলচ্চিত্রে আর একজনও নেই।





অনিমেষ আইচ

তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমাকে তিনি স্নেহ করতেন। অনেক পরামর্শ নিয়েছি তার কাছ থেকে। আমাকে অনেক উৎসাহ জুগিয়েছেন ছবি বানানোর জন্য।



অমিতাভ রেজা

একজন সহযোদ্ধা চলে গেলেন। আমাদের দেশের প্রায় সব রাস্তাই যেন মৃত্যুফাঁদ। যতদিন আমাদের দেশের এই সড়ক ব্যবস্থাপনা ঠিক হবে না ততদিন আমরা আরও অনেককেই এভাবে হারাতে থাকব।



এম এম শাহরিয়ার রুমী

তারেক মাসুদ আমার এলাকার কৃতীসন্তান। তিনি আমাদের দেশের চলচ্চিত্রে নবজাগরণ সৃষ্টি করেছেন। তার অকাল প্রয়াণে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।

No comments:

Post a Comment