http://www.mzamin.com/index.php?option=com_content&view=article&id=16814:2011-08-14-13-50-51&catid=36:local&Itemid=68মোহাম্মদ আওলাদ হোসেন: অস্বাভাবিকভাবেই চলে গেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ ও টেলিভিশন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ মিশুক মুনীর। কিছুদিন আগে অস্বাভাবিকভাবে চলে গেলেন তরুণ কণ্ঠশিল্পী আবিদ। দু’জনের চলে যাওয়া সড়ক পথে, একজনের সমুদ্রে। সমুদ্রের বিশালতায় মুগ্ধ হবার জন্য মানুষ বার বার ছুটে যায় বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত কক্সবাজারে। আগে শীত মওসুম আর ঈদ উৎসবে কক্সবাজারে ঢল নামতো মানুষের সমুদ্রের টানে। এখন বারো মাসই ঢল নামে। সমুদ্রের বিশালতার কাছে কোন সময় বাধা হয়ে দাঁড়ায় না। তাইতো রমজান মাসের আগে পিকনিকে গিয়েছিলেন আবিদ তার কর্মস্থল মাত্রার সঙ্গে। আনন্দ উচ্ছলতাকে পরিপূর্ণ করতে সমুদ্রে নেমেছিলেন। কিন্তু জীবিত অবস্থায় ফিরে আসতে পারেননি। সমুদ্রের বিশালতায় হারিয়ে গিয়েছিলেন গান গেয়ে সবার মন জয় করা প্রাণবন্ত তরুণ আবিদ। ফিরে এসেছেন নিসপ্রাণ দেহে। সঙ্গে দুই বন্ধু। আবিদের মতো সম্ভাবনার অকাল এবং অস্বাভাবিক মৃত্যুর পর বেদনায় স্তব্ধ সংস্কৃতি অঙ্গন। জাতি যখন সমুদ্র সৈকতের নিরাপত্তা নিয়ে নানা ভাবনায় বিভোর ঠিক তখনই বিনামেঘে বজ্রপাতের মতো ভয়াবহ সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বরেণ্য চিত্রগ্রাহক এটিএন নিউজের সিইও মিশুক মুনীরসহ ৫ জনের অস্বাভাবিক মৃত্যুর সংবাদ। শোকে স্তব্ধ পুরো শিল্পাঙ্গন। সড়ক দুর্ঘটনার মরণ ফাঁদ যেন উন্মুখ হয়ে আছে মানুষের জীবন কেড়ে নেয়ার জন্য। তারেক মাসুদ আর মিশুক মুনীরের আগে চট্টগ্রামের মিরেরশ্বরাই-এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪৫ জন স্কুল ছাত্রের অকাল মৃত্যু হয়। যা সহ্য করার মতো নয়। জাতি পারছে না এতো অস্বাভাবিক মৃত্যু সহ্য করতে। কিন্তু যাদের সহ্য করার কথা এবং যন্ত্রযানকে যারা যন্ত্রদানবে পরিণত করছে তাদের দেখার কেউ নেই। সরকারের যোগাযোগ মন্ত্রণালয় ব্যস্ত বড় বড় কাজ নিয়ে। গাজীপুর চৌরাস্তার করুণ দশার জন্য উত্তরাঞ্চলের পরিবহন বন্ধ থাকছে। দুর্ভোগে পড়ছে লাখ লাখ মানুষ। দুর্ঘটনা এড়াতে এবং গাড়ির স্থায়িত্ব রক্ষা করতে মালিকেরা বন্ধ রেখেছেন বাস চালানো। জনগণের ভোগান্তির শেষ নেই। কিন্তু সরকারের কোন মাথা ব্যথা নেই। আজ থেকে প্রায় ১৫/১৬ বছর আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় চিত্রতারকা ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। প্রিয়তমা স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর ইলিয়াস কাঞ্চন গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই দিবস’। প্রায় দশ বছর পর ‘নিরাপদ সড়ক চাই’ দিবসটি আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি লাভ করেছে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে ইলিয়াস কাঞ্চন তার ঘনিষ্ঠজনদের নিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ গঠন করেছিলেন, সেই উদ্দেশ্য আজও পূরণ হয়নি। ইলিয়াস কাঞ্চন দীর্ঘ এই সময়ের মধ্যে প্রতিটি সরকারের কাছে নিরাপদ সড়কের জন্য যে সকল প্রস্তাবনা তুলে ধরেছিলেন, বিভিন্ন সভা সমিতি টেলিভিশন চ্যানেল ও পত্রপত্রিকার মাধ্যমে, সেগুলো কোন সরকারের যোগাযোগ মন্ত্রীই কানে নেননি। এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছেন। প্রতিটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সময় দেখি গাড়িরচালক পালিয়ে যেতে সক্ষম হয়। দুর্ঘটনা ঘটিয়ে জনগণের সঙ্গে মিশে যায়। নিরাপদ সড়ক চাই-এর একজন কর্মী হিসেবে আমরা জেলা উপজেলা ও বিভাগীয় শহরে পদযাত্রা করেছি জনগণকে সচেতন করার জন্য। প্রতি বছরের ২২শে অক্টোবর আন্তর্জাতিক নিরাপদ সড়ক চাই দিবসের সরকারের কাছে নানা প্রস্তাবনা তুলে ধরেছি। এর মধ্যে একটি প্রস্তাবনা ছিল বাস ও ট্রাক চালকদেরকে নির্দিষ্ট পোশাক দিতে হবে। যাতে দুর্ঘটনা ঘটিয়ে সহজে পালিয়ে যেতে না পারে। সরকার নির্দিষ্ট পোশাক দিয়েছে ট্যাক্সি ড্রাইভার ও সিএনজি চালকদের। অবশ্য প্রাইভেট কার চালকদের বাদ রাখা হয়েছে এই দল থেকে। অথচ যারা সব সময় দুর্ঘটনা ঘটাচ্ছে সেইসব বাস ট্রাক চালকদের জন্য নির্দিষ্ট কোন পোশাক সরকার দিতে পারেনি। ৪৫ জন স্কুল ছাত্রকে হত্যা করে ট্রাকচালক ঠিকই পালিয়ে যায়। যদিও পরে সে ধরা পড়েছে। ধরা পড়ার পর তার কি শাস্তি হয়েছে, ওই ট্রাক মালিকের কি শাস্তি হয়েছে তা কেউ জানেন না। তারেক মাসুদ-মিশুক মুনীরের বহনকারী মাইক্রোবাসটিকে দুমড়ে মুচড়ে দিয়ে পালিয়ে গেল বাস চালক। অথচ দুর্ভাগ্য দেশ। একজন বাসযাত্রীও এই নির্মম সড়ক দুর্ঘটনার প্রতিবাদ করে চালককে আটকাবার চেষ্টা করলেন না। তারাও পালিয়ে গেলেন চালকের সঙ্গে। যে বাস চালক এই ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়েছে সে কি জানে ওই মাইক্রোবাসটিতে দেশের মূল্যবান সম্পদরা ছিলেন। সে কি জানে তার ভুলে এ দেশের শিল্প সংস্কৃতি জগৎ কাদেরকে হারিয়েছে। সরকার তদন্ত কমিটি করেছে। তদন্তও হবে। কিন্তু কমিটির রিপোর্ট আলোর মুখ দেখবে কিনা কিংবা ওই বাস চালকের শাস্তি হবে কিনা তা নিশ্চিত করে কেউই বলতে পারবেন না। কিন্তু আমরা বলতো পারবো, যা হারিয়েছি তা আর ফিরে পাওয়া যাবে না। তারেক মাসুদ-মিশুক মুনীররা আর ফিরবেন না আমাদের স্বপ্ন দেখাতে। আবিদও ফিরবেন না তার সুরেলা কণ্ঠের যাদুকে আমাদের মুগ্ধ করতে। সড়কে নিরাপত্তা নেই দীর্ঘ বছর ধরে। এখন সমুদ্রেও নেই। জোয়ার ভাটার সময় শুধু লাল সবুজ পতাকা তুলেই দায়িত্ব শেষ করে কর্তৃপক্ষ। সৈকতে পর্যটকদের সতর্ক করার কোন ব্যবস্থা নেই। কিছুই নেই এখন এই দেশে। সবচেয়ে বড় কথা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। সকালে বাসা থেকে বের হলে রাতে আবার ফিরতে পারবেন কিনা এর নিশ্চয়তা নেই। প্রতিটি সড়ক এখন মৃত্যুফাঁদ। দিনের বেলায় রাজধানীতে ট্রাক চলাচল নিষিদ্ধ থাকলেও ট্রাকের চেয়ে দ্বিগুণ বড় কাভার্ডভ্যান চলছে ঠিকই। রাজধানীর বাসগুলো বেপরোয়া। চাকলরা নিয়ন্ত্রণহীন। অধিকাংশ বাস চালায় হেলপার। এসব দেখার কেউ নেই। তারেক মাসুদও এসব দেখতে চাননি। তিনি চেয়েছিলেন সাধারণ মানুষকে নিয়ে চলচ্চিত্রের মাধ্যমে স্বপ্নের জাল বুনতে। চলচ্চিত্র নিয়ে অধিকাংশ সময় দেশের বাইরে থাকা তারেক মাসুদ, মিশুক মুনীরেরা বাংলাদেশের সড়ক পথের ভয়াবহতা ভুলেই গিয়েছিলেন। মানুষকে দেখানো স্বপ্ন নিয়ে বিভোর ছিলেন। তারেক মাসুদ আদমসুরাত থেকে রানওয়ে পর্যন্ত প্রতিটি ছবিতে মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। মুক্তির গান, অন্তর্যাত্রা, মাটির ময়নার পর কাগজের ফুল বানাবার পরিকল্পনা গ্রহণ করেছিলেন দুই বছর আগে। সদাহাস্য আর দরাজ কণ্ঠের অধিকারী তারেক মাসুদ যুক্তি দিয়ে কথা বলতেন, কথা বলার সময় হাসি লেগে থাকতো তার ঠোঁটে। আজ সেই মুখ নেই। সেই হাসি নেই। অস্বাভাবিক মৃত্যু কেড়ে নিয়েছে সব। এর দায়ভার শিল্পজগৎ নিতে পারছে না। হয়তো পারবে না কোনদিনই। কিন্তু তারেক মাসুদ, মিশুক মুনীর এবং আবিদের হাসি মাখা মুখের চিত্রটা আমাদের সকলের হৃদয়ে গেঁথে থাকবে ততদিন, যতদিন সরকার সড়ককে নিরাপদ করার উদ্যোগ না নেবে। মালিক চালকদের আন্দোলনের ভয় আর অসুস্থ রাজনীতির যাঁতাকল থেকে বের হয়ে না আসতে পারলে অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা বাড়বেই। প্রশ্ন এখন একটাই, এতো সব অস্বাভাবিক মৃত্যুর দায়ভার নেবে কে?
Its a new blog for media news. Here you can find all newspapers media news update at one place. So lets come & get the all media news.
Sunday, August 14, 2011
বিদেশি গণমাধ্যমে তারেক মাসুদের মৃত্যুর খবর
http://www.samakal.com.bd/details.php?news=21&action=main&menu_type=&option=single&news_id=182491&pub_no=783&type='কাগজের ফুল' ছবির চিত্রায়নের স্থান নির্বাচন করে ফেরার পথে গত শনিবার মানিকগঞ্জে মর্মান্তিক এক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নির্মাতার মৃত্যুর খবরটি গতকাল ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। কলকাতার আনন্দবাজার ও বর্তমান পত্রিকার শিরোনাম ছিল 'বাংলাদেশে দুর্ঘটনায় মৃত্যু চিত্রপরিচালক তারেক মাসুদের।' গণশক্তি পত্রিকা ছেপেছে_ 'দুর্ঘটনায় নিহত বাংলাদেশের চলচ্চিত্রকার তারেক মাসুদ'। দৈনিক সংবাদ প্রতিদিন ছেপেছে_ "দুর্ঘটনায় মৃত 'মাটির ময়না' ছবির স্রষ্টা"। বিবিসিতে প্রকাশিত খবরের শিরোনাম ছিল_ 'তারেক মাসুদ, মিশুক মুনীর নিহত'। বার্তা সংস্থা এএফপিও এ মৃত্যুর খবর প্রকাশ করেছে।
তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি
http://www.samakal.com.bd/details.php?news=21&action=main&menu_type=&option=single&news_id=182490&pub_no=783&type=
এ মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না হৃদয়। তারেক মাসুদ ও মিশুক মুনীর_ এ মানুষ দুটির মুখখানি চোখের সামনে ভেসে উঠলেই বুকটা খাঁ খাঁ করে উঠছে সহকর্মীদের। দেশীয় চলচ্চিত্রাঙ্গন তারেক মাসুদের মতো অত্যন্ত মেধাবী এক যোদ্ধাকে হারিয়ে নিঃসঙ্গ। অন্যদিকে মিশুক মুনীরকে হারিয়ে টিভি সাংবাদিকতা যেন হয়ে পড়ল বিবর্ণ। তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকালের মতো আজকের আনন্দ প্রতিদিনও উৎসর্গ করা হলো তাদের। ছবিগুলো তুলেছেন মাহবুব হোসেন নবীন ও রাজিব পাল
রত্নার প্রেম তো হতেই পারে
http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Tourist&pub_no=613&cat_id=1&menu_id=54&news_type_id=1&index=6
প্রেম নাকি রত্নার কাছে স্বর্গের মতো। যখন আসে, তখন সুখে ভেসে যায় তাঁর ভুবন। এ জন্যই শুরু থেকেই প্রেমের গল্পের ছবিতে অভিনয়ে প্রাধান্য দিয়েছেন তিনি। আর যদি টিনএজ বয়সের কোনো প্রেমের গল্প হয়, তাহলে তো কথাই নেই। এবার সে রকমই আরেকটি সুযোগ পেলেন এই অভিনেত্রী। ছবির নামটিও তাঁর কাছে বেশ সুন্দর লেগেছে। 'প্রেম তো হতেই পারে' নামের এ ছবিটি পরিচালনা করবেন সত্যরঞ্জন রোমান্স। রত্না বলেন, "সত্যদা যখন আমাকে গল্পটি শোনালেন, আমি একবারেই 'হ্যাঁ' করে দিয়েছি। প্রেমের গল্প বলে কথা। ছবিতে আমি একজন অল্প বয়স্ক মেয়ে, যে প্রেমের জন্য সব করতে পারে। অবশ্য জানি, চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমাকে বেশ খাটতে হবে। তবু মনপ্রাণ দিয়ে চেষ্টা করব। বাকিটা দর্শকের ওপর। তারাই রায় দেবেন।"
আগামী মাসের প্রথম থেকেই ছবিটির কাজ শুরু হবে বলেও জানান রত্না।
আগামী মাসের প্রথম থেকেই ছবিটির কাজ শুরু হবে বলেও জানান রত্না।
মনিরের দেহতরী
http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Forum&pub_no=613&cat_id=1&menu_id=54&news_type_id=1&index=4
'চ্যানেল আই সেরাকণ্ঠ : ২০০৮' প্রতিযোগিতার শীর্ষ প্রতিযোগী মনির। পরের বছর চ্যাম্পিয়ন হন কলকাতায় অনুষ্ঠিত 'সুর দরিয়া এপার-ওপার' প্রতিযোগিতায়। সাউন্ডটেক থেকে প্রকাশিত মিঙ্ড অ্যালবাম 'রংধনু'তে তাঁর গাওয়া প্রথম মৌলিক গান প্রকাশিত হয়। ঈদ সামনে রেখে নিজের প্রথম একক অ্যালবাম 'দেহতরী' নিয়ে আসছেন তিনি। লোকধাঁচের এ অ্যালবামে গান রয়েছে আটটি। এগুলোর মধ্যে চারটি গান শাহ্ আবদুল করিমের, দুটি গান হেমাঙ্গ বিশ্বাসের, একটি সোলায়মান খেয়াজপুরীর। বাকি গানটির কথা ও সুর করেছেন মনির নিজেই। গানগুলোর সংগীতায়োজন করেছেন আজমীর বাবু, ইমনার, অয়ন ও ফুয়াদ রেজা। মনির বলেন, 'গান নিয়েই আমি সারা দিন পড়ে থাকি। এক বছর ধরে এ অ্যালবামের গানগুলো তৈরি করেছি। আশা করি, শ্রোতাদের পছন্দ হবে।' উল্লেখ্য, সম্প্রতি লোকসংগীতের ওপর ডিগ্রি পাস করেছেন মনির।
'চ্যানেল আই সেরাকণ্ঠ : ২০০৮' প্রতিযোগিতার শীর্ষ প্রতিযোগী মনির। পরের বছর চ্যাম্পিয়ন হন কলকাতায় অনুষ্ঠিত 'সুর দরিয়া এপার-ওপার' প্রতিযোগিতায়। সাউন্ডটেক থেকে প্রকাশিত মিঙ্ড অ্যালবাম 'রংধনু'তে তাঁর গাওয়া প্রথম মৌলিক গান প্রকাশিত হয়। ঈদ সামনে রেখে নিজের প্রথম একক অ্যালবাম 'দেহতরী' নিয়ে আসছেন তিনি। লোকধাঁচের এ অ্যালবামে গান রয়েছে আটটি। এগুলোর মধ্যে চারটি গান শাহ্ আবদুল করিমের, দুটি গান হেমাঙ্গ বিশ্বাসের, একটি সোলায়মান খেয়াজপুরীর। বাকি গানটির কথা ও সুর করেছেন মনির নিজেই। গানগুলোর সংগীতায়োজন করেছেন আজমীর বাবু, ইমনার, অয়ন ও ফুয়াদ রেজা। মনির বলেন, 'গান নিয়েই আমি সারা দিন পড়ে থাকি। এক বছর ধরে এ অ্যালবামের গানগুলো তৈরি করেছি। আশা করি, শ্রোতাদের পছন্দ হবে।' উল্লেখ্য, সম্প্রতি লোকসংগীতের ওপর ডিগ্রি পাস করেছেন মনির।
একজন মায়াবতীর গল্প
http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Sports&pub_no=613&cat_id=1&menu_id=54&news_type_id=1&index=3
একজন মায়াবতীর গল্প
রংবেরং প্রতিবেদক
বিলেতফেরত অপু দেশে ফিরে জানতে পারেন দাদি তাঁর বিয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছেন। দাদির পছন্দের মেয়েকেই বিয়ে করেন অপু। কিন্তু বিয়ের রাতেই তাঁর বউ মায়াবতীর জীবনে একের পর এক ঘটনা ঘটতে থাকে। এ রকম একটি গল্প নিয়ে রাইসুল তমাল নির্মাণ করেছেন ঈদের নাটক 'একজন মায়াবতীর গল্প'। জিনাত হোসেন যুথীর রচনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া, শিপলু, মেহজাবীন, জাহিদ অর্ক, সাবিহা জামান, সুজাতা প্রমুখ। নাটকটি আসছে ঈদে যেকোনো একটি চ্যানেলে প্রচারিত হবে।
একজন মায়াবতীর গল্প
ঈদ আনন্দে সত্য সাহার গান
http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Cricket&pub_no=613&cat_id=1&menu_id=54&news_type_id=1&index=1
বাংলাদেশের অনেক জনপ্রিয় গানেরই সুরকার, সংগীত পরিচালক প্রয়াত সত্য সাহা। বেতার, টেলিভিশন কিংবা চলচ্চিত্র সব মাধ্যমেই সমান শ্রোতাপ্রিয়তা অর্জন করেছিল তাঁর গান। এবার ঈদে গুণী এ সংগীত পরিচালকের প্রায় ২০টি গান নিয়ে ইটিভি আয়োজন করবে বিশেষ ফোনোলাইভ স্টুডিও কনসার্ট অনুষ্ঠান। 'ঈদ আনন্দে সত্য সাহার গান' নামের এ অনুষ্ঠানটি ঈদের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে। প্রযোজনায় কামরুজ্জামান রঞ্জু। সত্য সাহার ছেলে ইমন সাহার পাশাপাশি গানগুলোতে কণ্ঠ দেবেন এ প্রজন্মের শিল্পী দিঠি আনোয়ার, রন্টি দাস, সাবি্বর, কিশোর ও আলিফ। এ প্রসঙ্গে ইমন সাহা বলেন, 'এর মাধ্যমে সবাই আমার বাবার গানগুলো নতুন করে শুনতে পারবেন। পাশাপাশি এ প্রজন্মের শিল্পী-শ্রোতারাও বাবার গানগুলো সম্পর্কে নতুন করে জানতে পারবেন।'
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন ইমন। গাওয়ার পাশাপাশি গান এবং বাবাকে নিয়ে নানা স্মৃতিচারণা করবেন তিনি। অনুষ্ঠানে গাওয়ার জন্য যে গানগুলো চূড়ান্ত করা হয়েছে সেগুলোর কয়েকটির শিরোনাম 'চেনা চেনা লাগে তবু অচেনা', 'দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক', 'চিঠি দিও প্রতিদিন', 'আমার মন বলে তুমি আসবে', 'রূপালী নদীরে', 'বন্ধু হতে চেয়ে তোমার', 'আকাশের হাতে আছে একরাশ নীল', 'তুমি কি দেখেছো কভু', 'ঐ দূর দূরান্তে', 'মাগো মা ওগো মা' প্রভৃতি।
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন ইমন। গাওয়ার পাশাপাশি গান এবং বাবাকে নিয়ে নানা স্মৃতিচারণা করবেন তিনি। অনুষ্ঠানে গাওয়ার জন্য যে গানগুলো চূড়ান্ত করা হয়েছে সেগুলোর কয়েকটির শিরোনাম 'চেনা চেনা লাগে তবু অচেনা', 'দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক', 'চিঠি দিও প্রতিদিন', 'আমার মন বলে তুমি আসবে', 'রূপালী নদীরে', 'বন্ধু হতে চেয়ে তোমার', 'আকাশের হাতে আছে একরাশ নীল', 'তুমি কি দেখেছো কভু', 'ঐ দূর দূরান্তে', 'মাগো মা ওগো মা' প্রভৃতি।
ফুলেল ভালোবাসায় সিক্ত তারেক মাসুদ ও মিশুক মুনীর
http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Cricket&pub_no=613&cat_id=1&menu_id=54&news_type_id=1&index=0
১. তারেক মাসুদকে শেষ বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়লেন শাহীন সামাদ।
২. ব্যস্ততা ফেলে তারিনও ছুটে গিয়েছিলেন ফুল হাতে।
৩. বিপাশা-তৌকীর দম্পতিও এলেন। বিপাশাকে সান্ত্বনা জানাচ্ছেন সৈয়দ শামসুল হক।
৪. শোকে যেন নির্বাক হয়ে গেলেন তারিক আনাম খান।
৫. শ্রদ্ধা জানাতে এলেন বিবি রাসেলও।
৬. প্রাণ রায় ও শাহনেওয়াজ কাকলি জানালেন শেষ বিদায়।
ছবি : বাংলানিউজ
২. ব্যস্ততা ফেলে তারিনও ছুটে গিয়েছিলেন ফুল হাতে।
৩. বিপাশা-তৌকীর দম্পতিও এলেন। বিপাশাকে সান্ত্বনা জানাচ্ছেন সৈয়দ শামসুল হক।
৪. শোকে যেন নির্বাক হয়ে গেলেন তারিক আনাম খান।
৫. শ্রদ্ধা জানাতে এলেন বিবি রাসেলও।
৬. প্রাণ রায় ও শাহনেওয়াজ কাকলি জানালেন শেষ বিদায়।
ছবি : বাংলানিউজ
অ্যারোমায় পরমা
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=International&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=13রূপর্চচা বিষয়ক সরাসরি অনুষ্ঠান অ্যারোমায় পরমা অনুষ্ঠানে প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় যেমন_ চুল, ত্বক, সানবার্ন ইত্যাদি বিউটিশিয়ান ও অ্যারোমা থেরাপিস্ট শিবানী দে ফোনে সরাসরি দর্শকদের রূপ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের প্রতি পর্বে ফোনের মাধ্যমে দর্শকরা তাদের রূপের নানা সমস্যা নিয়ে শিবানী দে'র সঙ্গে কথা বলতে পারেন । অনুষ্ঠানটি প্রতি সোমবার বিকেল ৫ টা ৩০ মিনিটে মোহনা টিভিতে প্রচারিত হয়।
ছোটপর্দায় ১৫ আগস্ট
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Hotel&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=12
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি
সকাল ৬টা ১৫ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এনটিভিতে।
প্রধানমন্ত্রীর ভাষণ
সকাল ১০টা ০৫ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে একটি সমাবেশে ভাষণ দেবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এনটিভিতে।
প্রথম প্রতিবাদ
বৈশাখী টিভিতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান 'প্রথম প্রতিবাদ'। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পক্ষ থেকে যে প্রতিবাদ উঠেছিল সেসব ঘটনা নিয়ে নির্মিত হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান। প্রযোজনা করেছেন পলাশ মাহবুব। অনুষ্ঠানটি প্রচার হবে দুপুর ১২টা ১০ মিনিটে।
বৈশাখীর আলোচনা অনুষ্ঠান
বৈশাখীতে রয়েছে বিশেষ আলোচনা অনুষ্ঠান। এটি উপস্থাপনা করেছেন মনজুরুল আহসান বুলবুল। প্রযোজনা করেছেন ইসলাম শফিক। প্রচার হবে রাত ৮টা ১০ মিনিটে।
চলচ্চিত্র 'রহমান, ফাদার অব বেঙ্গল'
এনটিভিতে বেলা ১টা ২৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র 'রহমান, ফাদার অব বেঙ্গল'। জাপানের প্রখ্যাত চলচ্চিত্রকার নাগিসা ওশিমার এই ছবিটি নির্মিত হয়েছিল ১৯৭২ সালে। এখানে রয়েছে মুক্তিযু্দ্ধ-পরবর্তী স্বাধীন বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গ, বঙ্গবন্ধুর দুর্লভ সাক্ষাৎকার, বঙ্গবন্ধুর পারিবারিক কিছু দুর্লভ মুহূর্ত, কিছু অপ্রচারিত ঐতিহাসিক প্রামাণ্য দলিল ইত্যাদি।
সংগীতাঞ্জলি 'সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিলো'
বৈশাখী টিভিতে প্রচার হবে বিশেষ সংগীতাঞ্জলি 'সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিলো' অনুষ্ঠানটি। এটি পরিচালনা করেছেন খ. ম. হারুন। প্রচার হবে রাত ৯টায়। অনুষ্ঠানে জাতির জনককে নিয়ে রয়েছে বেশকিছু গান।
প্রামাণ্য অনুষ্ঠান 'তুমি আছ বলেই'
এনটিভিতে ১৪ আগস্ট রাত ১২টা ৩০ মিনিটে ও ১৫ আগস্ট সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রচার হবে জাতির জনক স্মরণে প্রামাণ্য অনুষ্ঠান 'তুমি আছ বলেই। প্রযোজনা করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেছেন রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক এবং বঙ্গবন্ধু গবেষক শফিউল আলম।
আলেখ্যানুষ্ঠান 'সুরশিখা'
সকাল ৭টায় প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান 'সুরশিখা'। ফয়েজ রেজার প্রযোজনায় অনুষ্ঠানটিতে থাকবে জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা, আবৃত্তি ও গান। অংশ নিয়েছেন শিল্পী সাদী মহম্মদ, মলয় গাঙ্গুলী ও প্রজ্ঞা লাবণী।
তথ্যচিত্র 'আমাদের বঙ্গবন্ধু'
এনটিভিতে বেলা ২টা ৩৫ মিনিটে প্রচার হবে তথ্যচিত্র 'আমাদের বঙ্গবন্ধু'। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রকাশনা অধিদফতর এর প্রযোজনায় তথ্যচিত্রটি নির্মিত হয়েছে।
মিউজিক ভিডিও 'যদি ফিরে পেতাম'
১৫ আগস্ট উপলক্ষে দেশটিভিতে প্রচার হবে মিউজিক ভিডিওর অনুষ্ঠান 'যদি ফিরে পেতাম'। এতে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্ট নিয়ে বিভিন্ন গানের ভিডিওচিত্র প্রচার হবে। অনুষ্ঠানটি প্রচার হবে ৯টা ৪৫ মিনিটে।
বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়া
দেশটিভিতে প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র 'যদি ফিরে পেতাম'। এতে বঙ্গবন্ধুর বিভিন্ন মুহূর্ত উঠে এসেছে। প্রামাণ্যচিত্রটি প্রচার হবে রাত সাড়ে ১০টায়।
'আমার বাংলার' স্থপতি জনক
বিশেষ আলোচনা অনুষ্ঠান 'আমার বাংলার' স্থপতি জনক। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানামাত্রিকতা নিয়ে আলোচনা করা হয়। চারটি বিষয় নিয়ে অনুষ্ঠানে আলোচনা করেন অতিথিরা। মুস্তাফা নূরউল ইসলামের গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, এম এম আকাশ, সৈয়দ আনোয়ার হোসেন এবং সেলিনা হোসেন। 'আমার বাংলার' স্থপতি জনক অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাশিক আহমেদ। বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় ১৫ আগস্ট রাত ১১টায় প্রচার হবে এই আলোচনা অনুষ্ঠানটি।
টুঙ্গিপাড়ার ছোট খোকা
সকাল ৬টা ৩০ মিনিটে 'টুঙ্গিপাড়ার ছোট খোকা' অনুষ্ঠান দিয়ে শুরু হবে এটিএন বাংলার ১৫ আস্টের বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নবুয়াত রহমান।
হৃদয়ে বঙ্গবন্ধু
বিলাস খানের পরিচালনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান 'হৃদয়ে বঙ্গবন্ধু' প্রচার হবে সকাল ৮টা ৩০ মিনিটে। এতে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন গান প্রচার হবে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
প্রামাণ্য অনুষ্ঠান 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি' প্রচার হবে বেলা ১১টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি সংকলন করেছেন তাশিক আহমেদ।
প্রতিনিয়ত শেখ মুজিব
তথ্যচিত্র 'প্রতিনিয়ত শেখ মুজিব' প্রচার হবে বেলা ১টা ২৫ মিনিটে এটিএন বাংলায়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি
সকাল ৬টা ১৫ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এনটিভিতে।
প্রধানমন্ত্রীর ভাষণ
সকাল ১০টা ০৫ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে একটি সমাবেশে ভাষণ দেবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এনটিভিতে।
প্রথম প্রতিবাদ
বৈশাখী টিভিতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান 'প্রথম প্রতিবাদ'। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পক্ষ থেকে যে প্রতিবাদ উঠেছিল সেসব ঘটনা নিয়ে নির্মিত হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান। প্রযোজনা করেছেন পলাশ মাহবুব। অনুষ্ঠানটি প্রচার হবে দুপুর ১২টা ১০ মিনিটে।
বৈশাখীর আলোচনা অনুষ্ঠান
বৈশাখীতে রয়েছে বিশেষ আলোচনা অনুষ্ঠান। এটি উপস্থাপনা করেছেন মনজুরুল আহসান বুলবুল। প্রযোজনা করেছেন ইসলাম শফিক। প্রচার হবে রাত ৮টা ১০ মিনিটে।
চলচ্চিত্র 'রহমান, ফাদার অব বেঙ্গল'
এনটিভিতে বেলা ১টা ২৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র 'রহমান, ফাদার অব বেঙ্গল'। জাপানের প্রখ্যাত চলচ্চিত্রকার নাগিসা ওশিমার এই ছবিটি নির্মিত হয়েছিল ১৯৭২ সালে। এখানে রয়েছে মুক্তিযু্দ্ধ-পরবর্তী স্বাধীন বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গ, বঙ্গবন্ধুর দুর্লভ সাক্ষাৎকার, বঙ্গবন্ধুর পারিবারিক কিছু দুর্লভ মুহূর্ত, কিছু অপ্রচারিত ঐতিহাসিক প্রামাণ্য দলিল ইত্যাদি।
সংগীতাঞ্জলি 'সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিলো'
বৈশাখী টিভিতে প্রচার হবে বিশেষ সংগীতাঞ্জলি 'সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিলো' অনুষ্ঠানটি। এটি পরিচালনা করেছেন খ. ম. হারুন। প্রচার হবে রাত ৯টায়। অনুষ্ঠানে জাতির জনককে নিয়ে রয়েছে বেশকিছু গান।
প্রামাণ্য অনুষ্ঠান 'তুমি আছ বলেই'
এনটিভিতে ১৪ আগস্ট রাত ১২টা ৩০ মিনিটে ও ১৫ আগস্ট সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রচার হবে জাতির জনক স্মরণে প্রামাণ্য অনুষ্ঠান 'তুমি আছ বলেই। প্রযোজনা করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেছেন রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক এবং বঙ্গবন্ধু গবেষক শফিউল আলম।
আলেখ্যানুষ্ঠান 'সুরশিখা'
সকাল ৭টায় প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান 'সুরশিখা'। ফয়েজ রেজার প্রযোজনায় অনুষ্ঠানটিতে থাকবে জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা, আবৃত্তি ও গান। অংশ নিয়েছেন শিল্পী সাদী মহম্মদ, মলয় গাঙ্গুলী ও প্রজ্ঞা লাবণী।
তথ্যচিত্র 'আমাদের বঙ্গবন্ধু'
এনটিভিতে বেলা ২টা ৩৫ মিনিটে প্রচার হবে তথ্যচিত্র 'আমাদের বঙ্গবন্ধু'। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রকাশনা অধিদফতর এর প্রযোজনায় তথ্যচিত্রটি নির্মিত হয়েছে।
মিউজিক ভিডিও 'যদি ফিরে পেতাম'
১৫ আগস্ট উপলক্ষে দেশটিভিতে প্রচার হবে মিউজিক ভিডিওর অনুষ্ঠান 'যদি ফিরে পেতাম'। এতে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্ট নিয়ে বিভিন্ন গানের ভিডিওচিত্র প্রচার হবে। অনুষ্ঠানটি প্রচার হবে ৯টা ৪৫ মিনিটে।
বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়া
দেশটিভিতে প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র 'যদি ফিরে পেতাম'। এতে বঙ্গবন্ধুর বিভিন্ন মুহূর্ত উঠে এসেছে। প্রামাণ্যচিত্রটি প্রচার হবে রাত সাড়ে ১০টায়।
'আমার বাংলার' স্থপতি জনক
বিশেষ আলোচনা অনুষ্ঠান 'আমার বাংলার' স্থপতি জনক। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানামাত্রিকতা নিয়ে আলোচনা করা হয়। চারটি বিষয় নিয়ে অনুষ্ঠানে আলোচনা করেন অতিথিরা। মুস্তাফা নূরউল ইসলামের গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, এম এম আকাশ, সৈয়দ আনোয়ার হোসেন এবং সেলিনা হোসেন। 'আমার বাংলার' স্থপতি জনক অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাশিক আহমেদ। বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় ১৫ আগস্ট রাত ১১টায় প্রচার হবে এই আলোচনা অনুষ্ঠানটি।
টুঙ্গিপাড়ার ছোট খোকা
সকাল ৬টা ৩০ মিনিটে 'টুঙ্গিপাড়ার ছোট খোকা' অনুষ্ঠান দিয়ে শুরু হবে এটিএন বাংলার ১৫ আস্টের বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নবুয়াত রহমান।
হৃদয়ে বঙ্গবন্ধু
বিলাস খানের পরিচালনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান 'হৃদয়ে বঙ্গবন্ধু' প্রচার হবে সকাল ৮টা ৩০ মিনিটে। এতে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন গান প্রচার হবে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
প্রামাণ্য অনুষ্ঠান 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি' প্রচার হবে বেলা ১১টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি সংকলন করেছেন তাশিক আহমেদ।
প্রতিনিয়ত শেখ মুজিব
তথ্যচিত্র 'প্রতিনিয়ত শেখ মুজিব' প্রচার হবে বেলা ১টা ২৫ মিনিটে এটিএন বাংলায়।
দুর্ভাগ্য সঞ্জয়ের!
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Loan&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=11কপাল মন্দই বলতে হবে অভিনেতা সঞ্জয় দত্তের। সেই নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে দুর্ভাগ্য ও আইনি জটিলতা পিছু নিয়েছিল তার। এগুলো তার জীবনের অবিচ্ছেদ্য অংশই হয়ে উঠছিল প্রায়। কিন্তু সঞ্জয় সেই দুঃসময়কে পাশ কাটিয়েছেন। মওকা পেলে তিনি পরিচালনা করবেন বলে জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৫২ বছর বয়সী এই অভিনেতা অকপটে স্বীকার করেন, একটা সময় তিনি মাদক নেওয়া শুরু করেছিলেন। তার মা দুনিয়া ছাড়লেন। মারা গেলেন সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মা। এরপর মামলা-মোকদ্দমা, জেল-জরিমানা সবকিছু মিলে বাজে একটা সময়ের ভেতর দিয়ে আসতে হয়েছে তাকে। তবু তিনি মনে করেন, জীবনে এসব অভিজ্ঞতাই শাণিত করেছে তাকে। এখন যে কোনো চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। কারণ, একজীবনে কম তো দেখেননি!
আবারও উপস্থাপনায় কাঞ্চন
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Airline&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=10
বরাবরের মতো এ ঈদেও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে উপস্থাপক হিসেবে দেখা যাবে দিগন্ত টেলিভিশনের নিয়মিত ঈদ আয়োজন বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান 'কিছুক্ষণ'-এ। ঈদের দিন রাত ১১টা ২০ মিনিটে প্রচারিতব্য অনুষ্ঠানটিতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সহ-উপস্থাপনায় থাকবেন অভিনেতা আব্দুল আজীজ। বৈচিত্র্যময় সেগমেন্টের সমন্বয়ে সাজানো হবে পুরো অনুষ্ঠানটি। থাকবে মজার নাটিকা, কৌতুক নকশা, প্যারোডি গানসহ মজার মজার উপস্থাপনা। কিছুক্ষণের বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করবেন অভিনেতা ড. এনামুল হক, অমল বোস, ফজলুর রহমান বাবু, মহিউদ্দিন বাহার, জিল্লুর রহমান, শিরিন বকুল, পড়শি, শফিক তুহিন, আশা, ইমরান, আইয়ূব বাচ্চু, নকুল কুমার বিশ্বাস, পরেশ আচার্য প্রমুখ। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এস এম রিপন।
চলে গেলেন সাম্মী কাপুর
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Soccer&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=9
লাখো ভক্তকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সাম্মী কাপুর। গতকাল ভোর ৫টায় মুম্বইয়ের ব্রিচ কেন্ডি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সাম্মী কাপুর দীর্ঘদিন হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। 'এন ইভিনিং ইন প্যারিস', 'তিসরি মানজিল', 'জঙ্গলি'সহ অসংখ্য সুপারহিট ছবির নায়ক সাম্মী কাপুরের মৃত্যুর সংবাদটি সর্বপ্রথম টুইটারে প্রকাশ করে বিশ্ববাসীকে জানান দেন বিগ বি অমিতাভ বচ্চন।
সাম্মী কাপুরের মৃত্যুতে বলিউড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার দীর্ঘদিনের সহকর্মীরা শোকাহত। অমিতাভ বচ্চন তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 'খবরটি আমাকে দিশেহারা করে তুলেছে। আমার অনেকদিনের পুরনো বন্ধুকে হারালাম।'
ধর্মেন্দ্র বলেছেন, 'সাম্মী খুব ভালো মানুষ ছিল। আমাদের মধ্যে ভালো সম্পর্কও ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না তার মৃত্যু সংবাদ। কিন্তু বাস্তবতাকে একসময় বিশ্বাস করতেই হলো।'
সাম্মী কাপুরের মৃত্যুতে বলিউড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার দীর্ঘদিনের সহকর্মীরা শোকাহত। অমিতাভ বচ্চন তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 'খবরটি আমাকে দিশেহারা করে তুলেছে। আমার অনেকদিনের পুরনো বন্ধুকে হারালাম।'
ধর্মেন্দ্র বলেছেন, 'সাম্মী খুব ভালো মানুষ ছিল। আমাদের মধ্যে ভালো সম্পর্কও ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না তার মৃত্যু সংবাদ। কিন্তু বাস্তবতাকে একসময় বিশ্বাস করতেই হলো।'
আজ মঞ্চস্থ হবে 'লালজমিন'
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Loan&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=8
আজ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হবে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে রচিত মনোড্রামা 'লাল জমিন'র সপ্তম শো। নাটকটি রচনা করেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী। নাটকে চৌদ্দ বছর বয়সী এক কিশোরীর মুক্তিযুদ্ধ নিয়ে তার ভাবনা উঠে এসেছে। নাটকটিতে একক অভিনয় করেছেন অভিনেত্রী মোমেনা চৌধুরী। প্রযোজনা করেছে নাট্য সংগঠন শূন্যন। নাটকটি সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে।
সাক্ষাৎকার : ফারুক আহমেদ মানুষ হাসানো কঠিন কাজ
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Wallpaper&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=7
ফারুক আহমেদ, অভিনয় শুরু মঞ্চ থেকে। হাঁটি হাঁটি পা পা করে ৩০ বছর কাটিয়ে দিয়েছেন অভিনয় জগতের সঙ্গে। ঈদের নাটক নিয়ে আজ তার সাক্ষাৎকার।
ফারুক আহমেদ, অভিনয় শুরু মঞ্চ থেকে। হাঁটি হাঁটি পা পা করে ৩০ বছর কাটিয়ে দিয়েছেন অভিনয় জগতের সঙ্গে। ঈদের নাটক নিয়ে আজ তার সাক্ষাৎকার।
কোথায় এখন?
আনিসুল হক মিলনের পরিচালনায় সাত পর্বের একটি নাটকে কাজ করছি। 'ভালোবাসি আশ্চর্য মেঘ দল' নাটকে আমি ছাড়াও অভিনয় করছেন সজল, বিন্দু, সীমানাসহ আরও অনেকে। এখানে আমাকে দেখা যাবে একজন মেসেঞ্জারের চরিত্রে। চরিত্রটির মধ্যে বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে।
ঈদে আর কি কি নতুন নাটক করছেন?
ঈদে বেশ কয়েকটি নাটকে কাজ করছি। এর মধ্যে হুমায়ূন আহমেদের রচনায় ও মেহের আফরোজ শাওনের পরিচালনায় 'চৌধুরী খালেকুজ্জামানের বিশ্বরেকর্ড' নামের একটি নাটক করছি। নাটকের গল্পটি অসাধারণ। এছাড়া মিলন ভট্টাচার্যের 'বসিকরণ', অঞ্চনা আইচের 'একটু পরে একটি ভয়ঙ্কর নাটকের শুটিং শুরু হবে', হাসান জাহাঙ্গীরের 'ওয়ার জিরো একশন', জসিম রিজভীর 'জার্নি বাই রকেট', সুজনের 'অল বিদায় স্টোর', আলী রেজার 'বিয়ের বাজার' ইত্যাদি।
নোমান রবিনের একটি নতুন নাটকে কাজ করছেন?
হ্যাঁ, নোমান রবিনের জনপ্রিয় নাটক 'সিটি বাস' নাটকের নতুন একটি ভার্সন 'সিটি বাস রিটার্ন' নামের একটি নাটকে কাজ করছি। তবে এখনো বলতে পারছি না নাটকে আমার চরিত্রটি কি। ডিরেক্টর আমাকে এখনো কিছু বলেননি। আগের সিরিয়ালগুলো দেখে মনে হচ্ছে, এবারের নাটকটিও ভালো হবে।
নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করছেন?
এরই মধ্যে দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করলাম। একটি হচ্ছে পাইপ আর অন্যটি হচ্ছে পাম্পের। এছাড়া আরও কিছু বিজ্ঞাপনের কাজ হাতে আছে।
১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মদিন, তাকে নিয়ে কিছু বলুন।
আমি মানিকগঞ্জের তালুকনগর থিয়েটারে অনেক দিন কাজ করেছি। তারপর ভর্তি হই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানেই সেলিম আল দীন স্যারের সঙ্গে আমার পরিচয় হয়। তার মতো ভালো মানুষ আমি কখনো আর পাব কিনা জানি না। সম্প্রতি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। এদের হারানো যে আমাদের জন্য কতটুকু ক্ষতি তা বলে বুঝাতে পারব না।
ঢাকা থিয়েটারের কোন্ কোন্ নাটকে আপনি কাজ করেছেন?
আমি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হই ১৯৮৩ সালে। এরপর থেকে এই দলের হয়ে 'মুনতাসির ফ্যান্টাসি, কীর্ত্তনখোলা, কেরামত মঙ্গল, বনপাংশুল, প্রাচ্য, হাত হদাই, যৈবতী কন্যার মন, ভূত, একাত্তরের পালা, চাকা ইত্যাদি।
আবারও মঞ্চে আসবেন?
টিভি নাটকে ব্যস্ত হওয়ায় এখন আর মঞ্চে কাজ করতে পারি না। এটি আমার প্রাণের জায়গা। তবে এখন বলতে পারছি না মঞ্চে ফিরব কিনা।
অভিনয়ে অনেকটা সময় কাটিয়ে দিলেন, কি পেয়েছেন আর কি পাননি?
আমি চাওয়া-পাওয়ার হিসাব কষে মিডিয়াতে আসিনি। আমি চেষ্টা করেছি আমার অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের আনন্দ দিতে। আর আমার কাছে মনে হয়েছে মানুষ হাসানো কঠিন কাজ।
* আলী আফতাব
আনিসুল হক মিলনের পরিচালনায় সাত পর্বের একটি নাটকে কাজ করছি। 'ভালোবাসি আশ্চর্য মেঘ দল' নাটকে আমি ছাড়াও অভিনয় করছেন সজল, বিন্দু, সীমানাসহ আরও অনেকে। এখানে আমাকে দেখা যাবে একজন মেসেঞ্জারের চরিত্রে। চরিত্রটির মধ্যে বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে।
ঈদে আর কি কি নতুন নাটক করছেন?
ঈদে বেশ কয়েকটি নাটকে কাজ করছি। এর মধ্যে হুমায়ূন আহমেদের রচনায় ও মেহের আফরোজ শাওনের পরিচালনায় 'চৌধুরী খালেকুজ্জামানের বিশ্বরেকর্ড' নামের একটি নাটক করছি। নাটকের গল্পটি অসাধারণ। এছাড়া মিলন ভট্টাচার্যের 'বসিকরণ', অঞ্চনা আইচের 'একটু পরে একটি ভয়ঙ্কর নাটকের শুটিং শুরু হবে', হাসান জাহাঙ্গীরের 'ওয়ার জিরো একশন', জসিম রিজভীর 'জার্নি বাই রকেট', সুজনের 'অল বিদায় স্টোর', আলী রেজার 'বিয়ের বাজার' ইত্যাদি।
নোমান রবিনের একটি নতুন নাটকে কাজ করছেন?
হ্যাঁ, নোমান রবিনের জনপ্রিয় নাটক 'সিটি বাস' নাটকের নতুন একটি ভার্সন 'সিটি বাস রিটার্ন' নামের একটি নাটকে কাজ করছি। তবে এখনো বলতে পারছি না নাটকে আমার চরিত্রটি কি। ডিরেক্টর আমাকে এখনো কিছু বলেননি। আগের সিরিয়ালগুলো দেখে মনে হচ্ছে, এবারের নাটকটিও ভালো হবে।
নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করছেন?
এরই মধ্যে দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করলাম। একটি হচ্ছে পাইপ আর অন্যটি হচ্ছে পাম্পের। এছাড়া আরও কিছু বিজ্ঞাপনের কাজ হাতে আছে।
১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মদিন, তাকে নিয়ে কিছু বলুন।
আমি মানিকগঞ্জের তালুকনগর থিয়েটারে অনেক দিন কাজ করেছি। তারপর ভর্তি হই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানেই সেলিম আল দীন স্যারের সঙ্গে আমার পরিচয় হয়। তার মতো ভালো মানুষ আমি কখনো আর পাব কিনা জানি না। সম্প্রতি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। এদের হারানো যে আমাদের জন্য কতটুকু ক্ষতি তা বলে বুঝাতে পারব না।
ঢাকা থিয়েটারের কোন্ কোন্ নাটকে আপনি কাজ করেছেন?
আমি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হই ১৯৮৩ সালে। এরপর থেকে এই দলের হয়ে 'মুনতাসির ফ্যান্টাসি, কীর্ত্তনখোলা, কেরামত মঙ্গল, বনপাংশুল, প্রাচ্য, হাত হদাই, যৈবতী কন্যার মন, ভূত, একাত্তরের পালা, চাকা ইত্যাদি।
আবারও মঞ্চে আসবেন?
টিভি নাটকে ব্যস্ত হওয়ায় এখন আর মঞ্চে কাজ করতে পারি না। এটি আমার প্রাণের জায়গা। তবে এখন বলতে পারছি না মঞ্চে ফিরব কিনা।
অভিনয়ে অনেকটা সময় কাটিয়ে দিলেন, কি পেয়েছেন আর কি পাননি?
আমি চাওয়া-পাওয়ার হিসাব কষে মিডিয়াতে আসিনি। আমি চেষ্টা করেছি আমার অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের আনন্দ দিতে। আর আমার কাছে মনে হয়েছে মানুষ হাসানো কঠিন কাজ।
* আলী আফতাব
বলিউডে প্যারিস হিলটন!
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Forum&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=6
মুম্বাই আসছেন হলিউড মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব প্যারিস হিলটন। জানা গেছে, করণ জোহরের 'কফি উইথ করণ' অনুষ্ঠানের বিশেষ একটি পর্বে উপস্থিত হতেই তিনি বলিউডে আসছেন। আগামী মাসেই মুম্বাই আসছেন তিনি। এখানে এসে নিজের সাক্ষাৎকার দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তার ম্যানেজার করণ জোহরের নাম উল্লেখ করেন। পরে প্যারিসের পক্ষ থেকে করণের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। প্যারিসের সাক্ষাৎকার নেওয়ার জন্য রাজিও হয়ে যান করণ।
জানা গেছে, কফি উইথ করণ অনুষ্ঠানের ৪র্থ মৌসুমের প্রচার ইতোমধ্যেই শেষ হয়েছে। তাই যে চ্যানেলটিতে এই শোটি প্রচারিত হয়, সেই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে প্যারিসকে নিয়ে বিশেষ একটি পর্ব তৈরি সম্ভব কিনা তা জানতে চান করণ। প্যারিসের আন্তর্জাতিক তারকা খ্যাতির বিষয়টিকে বিবেচনা করে এই সুযোগ লুফে নেয় চ্যানেলটি। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই 'কফি উইথ করণ' অনুষ্ঠানে প্যারিসের ঘটনাবহুল জীবনের জানা-অজানা নানা অধ্যায় নিয়ে তাকে প্রশ্ন করবেন করণ জোহর।
জানা গেছে, কফি উইথ করণ অনুষ্ঠানের ৪র্থ মৌসুমের প্রচার ইতোমধ্যেই শেষ হয়েছে। তাই যে চ্যানেলটিতে এই শোটি প্রচারিত হয়, সেই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে প্যারিসকে নিয়ে বিশেষ একটি পর্ব তৈরি সম্ভব কিনা তা জানতে চান করণ। প্যারিসের আন্তর্জাতিক তারকা খ্যাতির বিষয়টিকে বিবেচনা করে এই সুযোগ লুফে নেয় চ্যানেলটি। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই 'কফি উইথ করণ' অনুষ্ঠানে প্যারিসের ঘটনাবহুল জীবনের জানা-অজানা নানা অধ্যায় নিয়ে তাকে প্রশ্ন করবেন করণ জোহর।
অভিনয়ে কোলের অভিষেক
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Career&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=5
'হোয়াট টু এক্সপেক্ট হোয়েন ইউ আর এক্সপেক্টিং' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হলিউড ছবিতে অভিষেক হতে যাচ্ছে পপ গায়িকা শেরিল কোলের। ছবিটিতে তার সঙ্গে আরও দেখা যাবে ক্যামেরন ডিয়াজ, জেনিফার লোপেজ, ডেনিস কুয়েড, ক্রিস রক এবং ম্যাথিউ মরিসনের মতো তারকাদের। খবর স্ক্রিন ইন্ডিয়ার। ছবিটিতে টিভি রিয়েলিটি শোয়ের বিচারকের চরিত্রে অভিনয় করবেন ২৮ বছর বয়সী এই গায়িকা।
'হোয়াট টু এক্সপেক্ট হোয়েন ইউ আর এক্সপেক্টিং' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হলিউড ছবিতে অভিষেক হতে যাচ্ছে পপ গায়িকা শেরিল কোলের। ছবিটিতে তার সঙ্গে আরও দেখা যাবে ক্যামেরন ডিয়াজ, জেনিফার লোপেজ, ডেনিস কুয়েড, ক্রিস রক এবং ম্যাথিউ মরিসনের মতো তারকাদের। খবর স্ক্রিন ইন্ডিয়ার। ছবিটিতে টিভি রিয়েলিটি শোয়ের বিচারকের চরিত্রে অভিনয় করবেন ২৮ বছর বয়সী এই গায়িকা।
আজ থেকে 'একটি সাধারণ প্রেমের গল্প'
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Loan&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=4ঈদ উপলক্ষে 'একটি সাধারণ প্রেমের গল্প' শিরোনামে এক ঘণ্টার নাটকের কাজে হাত দিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ইতোমধ্যেই তিনি নাটকটির স্ক্রিপ্ট লেখার কাজ শেষ করেছেন। আজ থেকে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার আশপাশের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হবে বলেই নির্মাতা সূত্রে জানা গেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েদের সাধারণ প্রেমের গল্প নিয়েই গড়ে উঠেছে এ নাটকের কাহিনী। এতে অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, আফরোজা বানু, শিরিন বকুল, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত পেশ করুন
সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত সর্বাধিক মতামত
পুরোনো সংখ্যা
ADVERTISEMENT
আবারও আরমান ভাই
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Study&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=3
ঈদে বাংলাভিশনের জন্য নির্মিত হয়েছে আরমান ভাই সিক্যুয়ালের টেলিফিল্ম 'আরমান ভাই বিরাট টেনশনে'। বাংলাভিশনে প্রচারিত হয়েছে 'আরমান ভাই কয়া পারছে', 'আরমান ভাই ফাঁইস্যা গেছে', 'আরমান ভাইয়ের গদি কাইত'। এ ধারাবাহিকতায় সাগর জাহানের রচনা ও পরিচালনায় এই সিক্যুয়াল টেলিফিল্ম। টেলিফিল্মে আরমান ভাই চরিত্রে এবারও অভিনয় করেছেন জাহিদ হাসান। আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিশা। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আরফান, শানু প্রমুখ। টেলিফিল্মটি বাংলাভিশনে দেখতে পারবেন ঈদের তৃতীয় দিন রাত ৮টায়।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, আরমান ভাইয়ের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তার স্ত্রী আনিকা তাকে চিরতার পানি খাওয়ায়। সেই পানি খেয়ে আরমান ভাইয়ের শুধু মুখ নয় শরীর পর্যন্ত তিতা হয়ে যায়। মোমিনের বুদ্ধি নিয়ে আরমান ভাই চিকন গলায় মেয়েদের মতো আনিকার সঙ্গে কথা বলে। যাতে সে বাধ্য হয়ে বলে_ থাক আর চিরতার পানি খেতে হবে না। এমনি নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের গল্প। জাহিদ হাসান বলেন, 'আশা করি দর্শক এবারও আরমান ভাইকে গ্রহণ করবে।'
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, আরমান ভাইয়ের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তার স্ত্রী আনিকা তাকে চিরতার পানি খাওয়ায়। সেই পানি খেয়ে আরমান ভাইয়ের শুধু মুখ নয় শরীর পর্যন্ত তিতা হয়ে যায়। মোমিনের বুদ্ধি নিয়ে আরমান ভাই চিকন গলায় মেয়েদের মতো আনিকার সঙ্গে কথা বলে। যাতে সে বাধ্য হয়ে বলে_ থাক আর চিরতার পানি খেতে হবে না। এমনি নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের গল্প। জাহিদ হাসান বলেন, 'আশা করি দর্শক এবারও আরমান ভাইকে গ্রহণ করবে।'
পরিচালনায় মিতা নূর
প্রথমবারের মতো নাট্য পরিচালনা করলেন অভিনেত্রী মিতা নূর। খন্দকার হাফিজ রেদুর রচনায় 'চৌঙ্গালি' নামের একটি খণ্ড নাটক নির্মাণ করেছেন তিনি। গত ২৬ ও ২৭ জুলাই মানিকগঞ্জে নাটকটির শুটিং সম্পন্ন হয়।
নাটকটির গল্প প্রসঙ্গে মিতা নূর বলেন, 'চৌঙ্গালির মাধ্যমে গ্রামের মানুষের মাঝে অনেক সংবাদ পেঁৗছানো হয়ে থাকে। এই প্রথা এখনো অনেক গ্রামে আছে। কিন্তু অনেকেই সেই সংবাদ বা বার্তা নিজেদের মতো করেই তৈরি করে নেয়। ফলে অনেক সময় অনেক সমস্যাও তৈরি হয়। এই বিষয়টির ওপর ভিত্তি করে নাটকের কাহিনী আবর্তিত হয়েছে।' নাটকটিতে চৌঙ্গালি দিয়ে সবার মাধ্যমে বার্তা পেঁৗছায় মীর সাবি্বর। নাটকে আরও অভিনয় করেছেন_ রহমত আলী, এহসানুল হক মিনু, আলভী আহমেদ, গ্রুপ থিয়েটারের কিছু কর্মী, মানিকগঞ্জের স্থানীয় কিছু মানুষ। প্রথমবারের মতো নাটক নির্দেশনা সম্পর্কে মিতা নূর বলেন, 'আমি সবসময়ই ক্যামেরার সামনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কখনোই ইচ্ছা ছিল না নির্দেশনা দেওয়ার। কিন্তু এই নাটকটি নির্দেশনা দেওয়ার পর অনেক ভালো লাগছে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।
নাটকটির গল্প প্রসঙ্গে মিতা নূর বলেন, 'চৌঙ্গালির মাধ্যমে গ্রামের মানুষের মাঝে অনেক সংবাদ পেঁৗছানো হয়ে থাকে। এই প্রথা এখনো অনেক গ্রামে আছে। কিন্তু অনেকেই সেই সংবাদ বা বার্তা নিজেদের মতো করেই তৈরি করে নেয়। ফলে অনেক সময় অনেক সমস্যাও তৈরি হয়। এই বিষয়টির ওপর ভিত্তি করে নাটকের কাহিনী আবর্তিত হয়েছে।' নাটকটিতে চৌঙ্গালি দিয়ে সবার মাধ্যমে বার্তা পেঁৗছায় মীর সাবি্বর। নাটকে আরও অভিনয় করেছেন_ রহমত আলী, এহসানুল হক মিনু, আলভী আহমেদ, গ্রুপ থিয়েটারের কিছু কর্মী, মানিকগঞ্জের স্থানীয় কিছু মানুষ। প্রথমবারের মতো নাটক নির্দেশনা সম্পর্কে মিতা নূর বলেন, 'আমি সবসময়ই ক্যামেরার সামনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কখনোই ইচ্ছা ছিল না নির্দেশনা দেওয়ার। কিন্তু এই নাটকটি নির্দেশনা দেওয়ার পর অনেক ভালো লাগছে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।
ঝরাফুলের ঘ্রাণ...
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Cook&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=1
জাকারিয়া সৌখিন
জাকারিয়া সৌখিন
কান, মাথা আর মনের মধ্যে শুধু একটি কণ্ঠ বেজেই যাচ্ছে। তারেক ভাই [নির্মাতা তারেক মাসুদ], আপনার ভরাট কণ্ঠস্বরটি আমাকে ছাড়ছে না। যন্ত্রণা দিয়ে অসহায় করে তুলেছে। এই দিনচারেক আগেও আপনার সঙ্গে কথা হয়েছিল। 'কাগজের ফুল' চলচ্চিত্র নিয়ে আপনি বললেন, 'একটা সুন্দর স্পটের খোঁজ পেয়েছি। গিয়ে দেখি কেমন।' আরও বললেন, 'সবকিছু ফাইনাল হলে একটা খবর করে দিও।' তারেক ভাই, আমি আপনার সবকিছু ফাইনাল হওয়ার অপেক্ষায় ছিলাম_ 'কাগজের ফুল' নিয়ে নিউজ করব। কিন্তু হলো না। তার আগেই আপনাকে নিয়ে একটি কঠিন বাস্তবে অপ্রিয় নিউজ করতে হলো। আপনার মৃত্যুর খবর লিখতে হলো।
তারেক ভাই, আপনি শুটিং স্পট দেখতে গিয়েছিলেন মানিকগঞ্জে। হয়তো স্পট আপনার পছন্দও হয়েছিল। কিন্তু সেই তৃপ্তির ঢেঁকুর তোলার আগেই আপনাকে চিরদিনের জন্য ঘুমিয়ে যেতে হলো। আপনার মৃত্যুর খবর কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ভাইকে ফোন দিলে তার 'হ্যালো' না শুনে কান্নার শব্দ শুনতে পাই। তিনি ঘিওরের [দুর্ঘটনা স্থান] দিকে ছুটতে ছুটতে কাঁদছেন। আরও কয়েকজনের ফোন পাই। নিশ্চিত হই, ঘটনা সত্য। এরপর থেকে আপনার ভরাট কণ্ঠস্বর আমাকে আর ছাড়ছে না। যন্ত্রণা দিয়ে অসহায় করে তুলেছে। মানুষ চলে যায়_ এটা চিরসত্য; কিন্তু এভাবে চলে যায় কেউ! অব্যবস্থা আর অনিয়ন্ত্রণের ফলে সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই ঝরে যাচ্ছে অনেক হতভাগ্যের প্রাণ। তারেক ভাই, আপনিও আজ সেই দলে। বরেণ্য নির্মাতা আর শুদ্ধ মানুষ হয়ে আপনি হতভাগা।
নিশাদ মাসুদ_ আপনার দেড় বছর বয়স ছুঁই ছুঁই পুত্র। বাসায় ফিরলে আপনার কোলে ঝাঁপিয়ে পড়ত নিশাদ। আধো আধো উচ্চারণে আপনাকে বাবা বলে ডাকত; গলা জড়িয়ে ধরত। নিশাদের কণ্ঠে সম্পূর্ণ উচ্চারণে 'বাবা' ডাক শোনার আগেই আপনি চলে গেলেন। আপনার জীবনসঙ্গী ক্যাথরিন মাসুদ সুস্থ হয়ে ফিরবেন। তিনি নিজেকে এবং অবুঝ নিশাদকে কিভাবে সান্ত্বনা দেবেন! তারেক ভাই, আপনি নেই। কিন্তু আপনার 'মাটির ময়না', 'মুক্তির গান', 'অন্তর্যাত্রা'সহ অনেক সৃজনশীল কাজ রয়ে গেছে। মানুষ [প্রজন্মের পর প্রজন্ম] একদিন বলবে, এ দেশে বরেণ্য এক নির্মাতা ছিল। তার নাম তারেক মাসুদ। কিন্তু আপনার স্ত্রী-পুত্র কী বলবে? নিশ্চয়ই আপনার হাস্যোজ্জ্বল ছবির সামনে দাঁড়িয়ে বলবে, নিয়মনীতির তোয়াক্কাহীন এই দেশের অনিরাপদ সড়ক ব্যবস্থাই কেড়ে নিয়েছে আপনার প্রাণ। আপনি প্রচণ্ড দেশপ্রেমিক মানুষ। নিশ্চয়ই আপনি আপনার প্রিয় দেশ নিয়ে স্ত্রী-পুত্রের এ কথা শুনবেন। কিন্তু রাগ করতে পারবেন না। কারণ তাদের অভিমানই সঠিক।
তারেক ভাই, আপনি নিজেই একটি পরিস্ফুটিত সুগন্ধী ফুল। কিন্তু কাগজের ফুল ফোটাতে গিয়ে হয়ে গেলেন ঝরা-ফুল। ঝরে পড়া সুগন্ধী ফুলেও ঘ্রাণ অবশিষ্ট থাকে। আপনার কাজ থেকে আমরা আজন্ম ঘ্রাণ নিব তৃপ্তির সঙ্গে। শুনেছি ওপারে ভালো মানুষেরা ভালো থাকে। নিশ্চয়ই আপনিও ভালো থাকবেন। আপনার ওপর শান্তি বর্ষিত হোক।
তারেক ভাই, আপনি শুটিং স্পট দেখতে গিয়েছিলেন মানিকগঞ্জে। হয়তো স্পট আপনার পছন্দও হয়েছিল। কিন্তু সেই তৃপ্তির ঢেঁকুর তোলার আগেই আপনাকে চিরদিনের জন্য ঘুমিয়ে যেতে হলো। আপনার মৃত্যুর খবর কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ভাইকে ফোন দিলে তার 'হ্যালো' না শুনে কান্নার শব্দ শুনতে পাই। তিনি ঘিওরের [দুর্ঘটনা স্থান] দিকে ছুটতে ছুটতে কাঁদছেন। আরও কয়েকজনের ফোন পাই। নিশ্চিত হই, ঘটনা সত্য। এরপর থেকে আপনার ভরাট কণ্ঠস্বর আমাকে আর ছাড়ছে না। যন্ত্রণা দিয়ে অসহায় করে তুলেছে। মানুষ চলে যায়_ এটা চিরসত্য; কিন্তু এভাবে চলে যায় কেউ! অব্যবস্থা আর অনিয়ন্ত্রণের ফলে সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই ঝরে যাচ্ছে অনেক হতভাগ্যের প্রাণ। তারেক ভাই, আপনিও আজ সেই দলে। বরেণ্য নির্মাতা আর শুদ্ধ মানুষ হয়ে আপনি হতভাগা।
নিশাদ মাসুদ_ আপনার দেড় বছর বয়স ছুঁই ছুঁই পুত্র। বাসায় ফিরলে আপনার কোলে ঝাঁপিয়ে পড়ত নিশাদ। আধো আধো উচ্চারণে আপনাকে বাবা বলে ডাকত; গলা জড়িয়ে ধরত। নিশাদের কণ্ঠে সম্পূর্ণ উচ্চারণে 'বাবা' ডাক শোনার আগেই আপনি চলে গেলেন। আপনার জীবনসঙ্গী ক্যাথরিন মাসুদ সুস্থ হয়ে ফিরবেন। তিনি নিজেকে এবং অবুঝ নিশাদকে কিভাবে সান্ত্বনা দেবেন! তারেক ভাই, আপনি নেই। কিন্তু আপনার 'মাটির ময়না', 'মুক্তির গান', 'অন্তর্যাত্রা'সহ অনেক সৃজনশীল কাজ রয়ে গেছে। মানুষ [প্রজন্মের পর প্রজন্ম] একদিন বলবে, এ দেশে বরেণ্য এক নির্মাতা ছিল। তার নাম তারেক মাসুদ। কিন্তু আপনার স্ত্রী-পুত্র কী বলবে? নিশ্চয়ই আপনার হাস্যোজ্জ্বল ছবির সামনে দাঁড়িয়ে বলবে, নিয়মনীতির তোয়াক্কাহীন এই দেশের অনিরাপদ সড়ক ব্যবস্থাই কেড়ে নিয়েছে আপনার প্রাণ। আপনি প্রচণ্ড দেশপ্রেমিক মানুষ। নিশ্চয়ই আপনি আপনার প্রিয় দেশ নিয়ে স্ত্রী-পুত্রের এ কথা শুনবেন। কিন্তু রাগ করতে পারবেন না। কারণ তাদের অভিমানই সঠিক।
তারেক ভাই, আপনি নিজেই একটি পরিস্ফুটিত সুগন্ধী ফুল। কিন্তু কাগজের ফুল ফোটাতে গিয়ে হয়ে গেলেন ঝরা-ফুল। ঝরে পড়া সুগন্ধী ফুলেও ঘ্রাণ অবশিষ্ট থাকে। আপনার কাজ থেকে আমরা আজন্ম ঘ্রাণ নিব তৃপ্তির সঙ্গে। শুনেছি ওপারে ভালো মানুষেরা ভালো থাকে। নিশ্চয়ই আপনিও ভালো থাকবেন। আপনার ওপর শান্তি বর্ষিত হোক।
স্তব্ধ সময়ের কথা
http://www.bd-pratidin.com/?view=details&type=gold&data=Career&pub_no=469&cat_id=3&menu_id=12&news_type_id=1&index=0
নির্মাতা তারেক মাসুদ অসময়ে চলে গেছেন। স্তব্ধ হয়ে আছে পুরো দেশ। মিডিয়াজুড়ে এখন শোকের ছায়া। 'অসময়ে কেন চলে যাওয়া'_ এই বিষয়ে বরেণ্য নির্মাতা তারেক মাসুদের কাছের মানুষের প্রতিক্রিয়া তুলে ধরা হলো :
সৈয়দ শামসুল হক
যুদ্ধাপরাধীরা কি করেছে তার সারমর্ম চলচ্চিত্রের মাধ্যমে সবার মাঝে তুলে দেওয়ার প্রচণ্ড রকম ইচ্ছা ছিল তার। সে অনুযায়ী সম্ভবত তিনি কাজও শুরু করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই চলে গেলেন তারেক মাসুদ। সত্যিই এই চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।
রাজ্জাক
তারেকের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল না। কিন্তু ওর কাজের সঙ্গে আমি পরিচিত। দারুণ মেধাবী মানুষটি। আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো নয়। তারেকের মতো মানুষও চলে গেল। জানি না ভবিষ্যতে কি হবে আমাদের।
চাষী নজরুল ইসলাম
তারেক আমার পছন্দের একজন মানুষ। হঠাৎ সে চলে গেল। এটা আমি মানতে পারছি না। আমরা তৃতীয় বিশ্বের মানুষ তো। তাই এমন হঠাৎ চলে যাওয়াকে অত সহজে মেনে নিতে পারি না। তারেকরা তো আমাদের সম্পদ, সম্পত্তি নয়। তা হলে কেন একে একে তাদের এমন অসচেতন মানুষের জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হবে?
ইলিয়াস কাঞ্চন
প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় দেশের নানা অঞ্চলে মানুষ মারা যাচ্ছেন। কিন্তু এদিকে সরকারের কোনো দৃষ্টি নেই। যথাযথভাবে গাড়ি চালানো না শিখে অনেকেই গাড়ি চালাচ্ছেন। এমন একটি দুর্ঘটনায় নিহত হয়েছেন বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ। আমি একা সত্যিই আর পারছি না। ইভ টিজিংয়ের মতো সরকারের সড়ক দুর্ঘটনাকে দুর্যোগ হিসেবে বিবেচনা করে দ্রুত এটা প্রতিরোধ করার ব্যবস্থা করতে হবে।
জয়ন্ত চট্টোপাধ্যায়
হায়! কোথা থেকে কী হয়ে গেল। 'কাগজের ফুল' চলচ্চিত্রে আমার অভিনয় করার কথা ছিল। ভেবেছিলাম দেখা করে স্ত্রীপ্ট নিয়ে আসব। কিন্তু তা আর হলো না।
শাহীন সামাদ
অদক্ষ ড্রাইভাররা মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। কিন্তু কিছুই হচ্ছে না। তারেক মাসুদের মতো গুণী মানুষকে হারিয়ে জাতি কতখানি দিশেহারা, তা কি ওরা জানে? দেশের শৃক্সখলা ফিরিয়ে আনতে আমরা সবাই কি এক হতে পারি না?
সারা যাকের
সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদের এই অকাল প্রয়াণ আমাদের দেশের সড়ক ব্যবস্থা যে অত্যন্ত দুর্বল সে ব্যাপারটাই আবার জানান দিল। আমি এর প্রতিকার চাই। এভাবে একের পর এক মেধাবী মানুষকে আমরা হারাতে চাই না।
রোকেয়া প্রাচী
আমাদের মধ্যে ছিল পারিবারিক সম্পর্ক। ভারো সময় তো বটেই, আমার খারাপ সময়েও তারেক মাসুদ ভাই পাশে ছিলেন। আমার আজকের অবস্থানের পেছনে তার অনেক অবদান। আমরা অনেক বড় একজনকে হারালাম। তারেক মাসুদের মতো মানুষ আমাদের চলচ্চিত্রে আর একজনও নেই।
অনিমেষ আইচ
তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমাকে তিনি স্নেহ করতেন। অনেক পরামর্শ নিয়েছি তার কাছ থেকে। আমাকে অনেক উৎসাহ জুগিয়েছেন ছবি বানানোর জন্য।
অমিতাভ রেজা
একজন সহযোদ্ধা চলে গেলেন। আমাদের দেশের প্রায় সব রাস্তাই যেন মৃত্যুফাঁদ। যতদিন আমাদের দেশের এই সড়ক ব্যবস্থাপনা ঠিক হবে না ততদিন আমরা আরও অনেককেই এভাবে হারাতে থাকব।
এম এম শাহরিয়ার রুমী
তারেক মাসুদ আমার এলাকার কৃতীসন্তান। তিনি আমাদের দেশের চলচ্চিত্রে নবজাগরণ সৃষ্টি করেছেন। তার অকাল প্রয়াণে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।
নির্মাতা তারেক মাসুদ অসময়ে চলে গেছেন। স্তব্ধ হয়ে আছে পুরো দেশ। মিডিয়াজুড়ে এখন শোকের ছায়া। 'অসময়ে কেন চলে যাওয়া'_ এই বিষয়ে বরেণ্য নির্মাতা তারেক মাসুদের কাছের মানুষের প্রতিক্রিয়া তুলে ধরা হলো :
সৈয়দ শামসুল হক
যুদ্ধাপরাধীরা কি করেছে তার সারমর্ম চলচ্চিত্রের মাধ্যমে সবার মাঝে তুলে দেওয়ার প্রচণ্ড রকম ইচ্ছা ছিল তার। সে অনুযায়ী সম্ভবত তিনি কাজও শুরু করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই চলে গেলেন তারেক মাসুদ। সত্যিই এই চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।
রাজ্জাক
তারেকের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল না। কিন্তু ওর কাজের সঙ্গে আমি পরিচিত। দারুণ মেধাবী মানুষটি। আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো নয়। তারেকের মতো মানুষও চলে গেল। জানি না ভবিষ্যতে কি হবে আমাদের।
চাষী নজরুল ইসলাম
তারেক আমার পছন্দের একজন মানুষ। হঠাৎ সে চলে গেল। এটা আমি মানতে পারছি না। আমরা তৃতীয় বিশ্বের মানুষ তো। তাই এমন হঠাৎ চলে যাওয়াকে অত সহজে মেনে নিতে পারি না। তারেকরা তো আমাদের সম্পদ, সম্পত্তি নয়। তা হলে কেন একে একে তাদের এমন অসচেতন মানুষের জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হবে?
ইলিয়াস কাঞ্চন
প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় দেশের নানা অঞ্চলে মানুষ মারা যাচ্ছেন। কিন্তু এদিকে সরকারের কোনো দৃষ্টি নেই। যথাযথভাবে গাড়ি চালানো না শিখে অনেকেই গাড়ি চালাচ্ছেন। এমন একটি দুর্ঘটনায় নিহত হয়েছেন বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ। আমি একা সত্যিই আর পারছি না। ইভ টিজিংয়ের মতো সরকারের সড়ক দুর্ঘটনাকে দুর্যোগ হিসেবে বিবেচনা করে দ্রুত এটা প্রতিরোধ করার ব্যবস্থা করতে হবে।
জয়ন্ত চট্টোপাধ্যায়
হায়! কোথা থেকে কী হয়ে গেল। 'কাগজের ফুল' চলচ্চিত্রে আমার অভিনয় করার কথা ছিল। ভেবেছিলাম দেখা করে স্ত্রীপ্ট নিয়ে আসব। কিন্তু তা আর হলো না।
শাহীন সামাদ
অদক্ষ ড্রাইভাররা মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। কিন্তু কিছুই হচ্ছে না। তারেক মাসুদের মতো গুণী মানুষকে হারিয়ে জাতি কতখানি দিশেহারা, তা কি ওরা জানে? দেশের শৃক্সখলা ফিরিয়ে আনতে আমরা সবাই কি এক হতে পারি না?
সারা যাকের
সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদের এই অকাল প্রয়াণ আমাদের দেশের সড়ক ব্যবস্থা যে অত্যন্ত দুর্বল সে ব্যাপারটাই আবার জানান দিল। আমি এর প্রতিকার চাই। এভাবে একের পর এক মেধাবী মানুষকে আমরা হারাতে চাই না।
রোকেয়া প্রাচী
আমাদের মধ্যে ছিল পারিবারিক সম্পর্ক। ভারো সময় তো বটেই, আমার খারাপ সময়েও তারেক মাসুদ ভাই পাশে ছিলেন। আমার আজকের অবস্থানের পেছনে তার অনেক অবদান। আমরা অনেক বড় একজনকে হারালাম। তারেক মাসুদের মতো মানুষ আমাদের চলচ্চিত্রে আর একজনও নেই।
অনিমেষ আইচ
তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমাকে তিনি স্নেহ করতেন। অনেক পরামর্শ নিয়েছি তার কাছ থেকে। আমাকে অনেক উৎসাহ জুগিয়েছেন ছবি বানানোর জন্য।
অমিতাভ রেজা
একজন সহযোদ্ধা চলে গেলেন। আমাদের দেশের প্রায় সব রাস্তাই যেন মৃত্যুফাঁদ। যতদিন আমাদের দেশের এই সড়ক ব্যবস্থাপনা ঠিক হবে না ততদিন আমরা আরও অনেককেই এভাবে হারাতে থাকব।
এম এম শাহরিয়ার রুমী
তারেক মাসুদ আমার এলাকার কৃতীসন্তান। তিনি আমাদের দেশের চলচ্চিত্রে নবজাগরণ সৃষ্টি করেছেন। তার অকাল প্রয়াণে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।
মিশুক ভাই ছিলেন প্রাণবন্ত মানুষ
http://www.prothom-alo.com/detail/date/2011-08-15/news/178149
ত্রপা মজুমদার, মিশুক মুনীর
ত্রপা মজুমদার। মিশুক মুনীরের ফুপাতো বোন। ভাই আজ নেই। ত্রপার কাছে আছে কিছু স্মৃতি। এসব নিয়েই কথা হয় ত্রপা মজুমদারের সঙ্গে।
সর্বশেষ কবে দেখা হয় মিশুক মুনীরের সঙ্গে?
অনেক দিন আগে দেখা হয়েছিল। শেষবার যে বইমেলা হলো, সেখানেই দেখা হলো। আমি বইমেলায় ঢুকছি, এমন সময় দেখি যে তারেক মাসুদের একটি সিনেমার শুটিং করে বইমেলা থেকে মিশুকদা বেরোচ্ছেন। এরপর কথা হলো। বললাম, আপনি তো এখন অনেক বড় একটা জায়গায় যোগ দিয়েছেন। মিশুকদা হেসে বললেন, “দেখি, এটাকে আরও ভালো কিছু করা যায় কি না?” ‘আমি বললাম, ভালো কিছু করবেন নাকি আবার চলে যাবেন? মিশুকদা চলে গেলেন, তবে শুধু কর্মস্থল ছেড়ে নয়, আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন।
পরিবারের মানুষ হিসেবে তাঁর সম্পর্কে কিছু বলুন।
মিশুকদা ছিলেন প্রাণের প্রতীক হয়ে। হইচই করে কথা বলতেন। ভীষণ প্রাণবন্ত মানুষ। কখনো হতাশা দেখিনি তাঁর মধ্যে। আমার তো মনে হয়েছে, ইউনিভার্সিটির ক্লাসরুম বা টিচিং তাঁকে বেশি আকর্ষণ করত না। বরং চ্যালেঞ্জিং কাজ তাঁকে বেশি আকর্ষণ করত। পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন তিনি তেমনই কাজ করতে। একটা অদ্ভুত মিলের কথা বলি। আমি, মিশুকদা এবং আমার আরেক খালাতো বোন কুর্রাতুল- আইন-তাহিমনা—আমার মিতি আপা—আমরা তিন ভাইবোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছি। সেখান থেকে বেরিয়ে ওই বিভাগেই শিক্ষক হিসেবে যোগ দিয়েছি। আবার তিনজনই চাকরি ছেড়ে দিয়েছি।
মিশুক মুনীরের সঙ্গে কোনো কাজ করেছেন কি?
না। তবে মিশুকদার মাধ্যমেই আমরা স্টিল ক্যামেরা এবং এর ছবি দেখেছি। আমরা মুভি ক্যামেরা সম্পর্কে জেনেছি। পরিবারের মানুষ হিসেবে তাঁকে জেনেছি। কিন্তু তাঁর সঙ্গে কোনো কাজ করা হয়নি আমার। এর মধ্যে একদিন বাবা বললেন, “রানওয়ে ছবিটি দেখো। মিশুক সুন্দর ফটোগ্রাফি করেছে।” আমি মিশুকদাকে ফোনে এ কথা বললাম। তিনি বললেন, “কী বলো।” সেই রানওয়ে আমার আর দেখা হয়নি।
ত্রপা মজুমদার, মিশুক মুনীর
ত্রপা মজুমদার। মিশুক মুনীরের ফুপাতো বোন। ভাই আজ নেই। ত্রপার কাছে আছে কিছু স্মৃতি। এসব নিয়েই কথা হয় ত্রপা মজুমদারের সঙ্গে।
সর্বশেষ কবে দেখা হয় মিশুক মুনীরের সঙ্গে?
অনেক দিন আগে দেখা হয়েছিল। শেষবার যে বইমেলা হলো, সেখানেই দেখা হলো। আমি বইমেলায় ঢুকছি, এমন সময় দেখি যে তারেক মাসুদের একটি সিনেমার শুটিং করে বইমেলা থেকে মিশুকদা বেরোচ্ছেন। এরপর কথা হলো। বললাম, আপনি তো এখন অনেক বড় একটা জায়গায় যোগ দিয়েছেন। মিশুকদা হেসে বললেন, “দেখি, এটাকে আরও ভালো কিছু করা যায় কি না?” ‘আমি বললাম, ভালো কিছু করবেন নাকি আবার চলে যাবেন? মিশুকদা চলে গেলেন, তবে শুধু কর্মস্থল ছেড়ে নয়, আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন।
পরিবারের মানুষ হিসেবে তাঁর সম্পর্কে কিছু বলুন।
মিশুকদা ছিলেন প্রাণের প্রতীক হয়ে। হইচই করে কথা বলতেন। ভীষণ প্রাণবন্ত মানুষ। কখনো হতাশা দেখিনি তাঁর মধ্যে। আমার তো মনে হয়েছে, ইউনিভার্সিটির ক্লাসরুম বা টিচিং তাঁকে বেশি আকর্ষণ করত না। বরং চ্যালেঞ্জিং কাজ তাঁকে বেশি আকর্ষণ করত। পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন তিনি তেমনই কাজ করতে। একটা অদ্ভুত মিলের কথা বলি। আমি, মিশুকদা এবং আমার আরেক খালাতো বোন কুর্রাতুল- আইন-তাহিমনা—আমার মিতি আপা—আমরা তিন ভাইবোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছি। সেখান থেকে বেরিয়ে ওই বিভাগেই শিক্ষক হিসেবে যোগ দিয়েছি। আবার তিনজনই চাকরি ছেড়ে দিয়েছি।
মিশুক মুনীরের সঙ্গে কোনো কাজ করেছেন কি?
না। তবে মিশুকদার মাধ্যমেই আমরা স্টিল ক্যামেরা এবং এর ছবি দেখেছি। আমরা মুভি ক্যামেরা সম্পর্কে জেনেছি। পরিবারের মানুষ হিসেবে তাঁকে জেনেছি। কিন্তু তাঁর সঙ্গে কোনো কাজ করা হয়নি আমার। এর মধ্যে একদিন বাবা বললেন, “রানওয়ে ছবিটি দেখো। মিশুক সুন্দর ফটোগ্রাফি করেছে।” আমি মিশুকদাকে ফোনে এ কথা বললাম। তিনি বললেন, “কী বলো।” সেই রানওয়ে আমার আর দেখা হয়নি।
১৩ আগস্ট তারেকের বাড়ি যাওয়ার কথা ছিল
http://www.prothom-alo.com/detail/date/2011-08-15/news/178148
জয়ন্ত চট্টোপাধ্যায়,তারেক মাসুদ
জয়ন্ত চট্টোপাধ্যায়,তারেক মাসুদ
তারেক মাসুদের সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁদের অন্যতম জয়ন্ত চট্টোপাধ্যায়। তারেক মাসুদকে নিয়ে কথা হলো তাঁর সঙ্গে
জয়ন্তদা, জানি, এ সময় কিছু বলা কী কষ্টের। তার পরও জানতে চাই, দুর্ঘটনার সংবাদটা কখন পেলেন?
আমি ওই সময় ছিলাম একটা রেকর্ডিং স্টুডিওতে। ৩৫-৪০ মিনিট পর বের হয়ে দেখি ফোনে ৩৯টা মিসডকল! ৩৫-৪০ মিনিটের মধ্যে! মিসডকল তালিকায় দেখি পীযূষ বন্দ্যোপাধ্যায়, আবু সাইয়ীদ, রোকেয়া প্রাচীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেক মানুষের নাম। এ সময় আবার ফোন এল। পাশেই ছিল জানেসার ওসমান। ওর ফোনেও তখন কল এসেছে। ও বলছে, অ্যাকসিডেন্ট! অ্যাকসিডেন্ট! তখনো বুঝিনি কী হয়েছে। তারপর ফোনেই জানলাম তারেক নেই, মিশুক নেই।
জয়ন্তদা, আপনার খুব কাছের মানুষ ছিলেন তাঁরা...
ও কথা শোনার পর আমার মাথা ফাঁকা হয়ে গেল। এই তো কিছুদিন আগে তারেকের বাবা মারা গেলেন। ও ফরিদপুর থেকে ফোনে বলল, ‘দাদা আমি আসছি। এসেই কাগজের ফুল ছবিটার শুটিং করব।’ এই ছবি করার কথা ছিল আরও আগে। সে সময় বর্ষা দেরি করে আসায় শুটিং পিছিয়ে গিয়েছিল। তারেক বলল, এই ফাঁকে আর একটা ছবি তৈরি করে ফেলি। একটি নয়, নরসুন্দর আর রানওয়ে তৈরি করল ও।
আপনাদের মধ্যে কবে শেষ কথা হয়েছে?
১১ আগস্ট। ও বলেছিল ১৩ আগস্ট সন্ধ্যায় ওর বাড়িতে যেতে। ও যে মিশুকদের নিয়ে শুটিং লোকেশন দেখতে যাচ্ছে, সেটা আমাকে বলেনি। কাগজের ফুল নিয়ে ওর অনেক প্রত্যাশা ছিল। জানো, ব্যক্তি হিসেবে তো তারেক শুধু পরিচালক হতে চায়নি, চেয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক স্বীকৃতির পর্যায়ে নিয়ে যেতে। এ ছাড়া মানুষকে সিনেমাহলমুখী করার জন্য তাঁর একটা স্বপ্ন ছিল। এ রকম কাকতালীয় ঘটনাও ঘটে? যে লোকগুলো আমাদের সিনেমায় ব্রেকথ্রু এনে দিয়েছেন, তাঁদের সবার অপঘাত মৃত্যু হয়েছে। জহির রায়হান, আলমগীর কবিরের পর সে তালিকায় যুক্ত হলেন তারেক মাসুদ।
জয়ন্ত চট্টোপাধ্যায়,তারেক মাসুদ
জয়ন্ত চট্টোপাধ্যায়,তারেক মাসুদ
তারেক মাসুদের সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁদের অন্যতম জয়ন্ত চট্টোপাধ্যায়। তারেক মাসুদকে নিয়ে কথা হলো তাঁর সঙ্গে
জয়ন্তদা, জানি, এ সময় কিছু বলা কী কষ্টের। তার পরও জানতে চাই, দুর্ঘটনার সংবাদটা কখন পেলেন?
আমি ওই সময় ছিলাম একটা রেকর্ডিং স্টুডিওতে। ৩৫-৪০ মিনিট পর বের হয়ে দেখি ফোনে ৩৯টা মিসডকল! ৩৫-৪০ মিনিটের মধ্যে! মিসডকল তালিকায় দেখি পীযূষ বন্দ্যোপাধ্যায়, আবু সাইয়ীদ, রোকেয়া প্রাচীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেক মানুষের নাম। এ সময় আবার ফোন এল। পাশেই ছিল জানেসার ওসমান। ওর ফোনেও তখন কল এসেছে। ও বলছে, অ্যাকসিডেন্ট! অ্যাকসিডেন্ট! তখনো বুঝিনি কী হয়েছে। তারপর ফোনেই জানলাম তারেক নেই, মিশুক নেই।
জয়ন্তদা, আপনার খুব কাছের মানুষ ছিলেন তাঁরা...
ও কথা শোনার পর আমার মাথা ফাঁকা হয়ে গেল। এই তো কিছুদিন আগে তারেকের বাবা মারা গেলেন। ও ফরিদপুর থেকে ফোনে বলল, ‘দাদা আমি আসছি। এসেই কাগজের ফুল ছবিটার শুটিং করব।’ এই ছবি করার কথা ছিল আরও আগে। সে সময় বর্ষা দেরি করে আসায় শুটিং পিছিয়ে গিয়েছিল। তারেক বলল, এই ফাঁকে আর একটা ছবি তৈরি করে ফেলি। একটি নয়, নরসুন্দর আর রানওয়ে তৈরি করল ও।
আপনাদের মধ্যে কবে শেষ কথা হয়েছে?
১১ আগস্ট। ও বলেছিল ১৩ আগস্ট সন্ধ্যায় ওর বাড়িতে যেতে। ও যে মিশুকদের নিয়ে শুটিং লোকেশন দেখতে যাচ্ছে, সেটা আমাকে বলেনি। কাগজের ফুল নিয়ে ওর অনেক প্রত্যাশা ছিল। জানো, ব্যক্তি হিসেবে তো তারেক শুধু পরিচালক হতে চায়নি, চেয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক স্বীকৃতির পর্যায়ে নিয়ে যেতে। এ ছাড়া মানুষকে সিনেমাহলমুখী করার জন্য তাঁর একটা স্বপ্ন ছিল। এ রকম কাকতালীয় ঘটনাও ঘটে? যে লোকগুলো আমাদের সিনেমায় ব্রেকথ্রু এনে দিয়েছেন, তাঁদের সবার অপঘাত মৃত্যু হয়েছে। জহির রায়হান, আলমগীর কবিরের পর সে তালিকায় যুক্ত হলেন তারেক মাসুদ।
জন্মদিনে সুকান্ত স্মরণ
http://www.prothom-alo.com/detail/date/2011-08-15/news/178153
গালে হাত দিয়ে বসে থাকা এক কিশোর। মুখে স্মিত হাসি। ঠোঁটের ওপর সদ্য গজানো গোঁফের কালো রেখা। কবিতানুরাগীদের কাছে সুকান্তের এ ছবিটি চিরচেনা। কবিপ্রতিভা বিকাশের খুব বেশি সময় পাননি তিনি। তাতেই বাংলা কবিতায় স্থায়ী আসন করে নিয়েছেন। সৃষ্টি করেছেন স্বতন্ত্র ধারা।
শোষণ, বঞ্চনা আর বৈষম্যে ভরা সমাজটাকে একদম মেনে নিতে পারেননি তিনি। স্বপ্ন দেখেছেন সমাজটাকে পাল্টানোর। লিখেছেন, ‘বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,/ আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে’।
গতকাল রোববার ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গতকাল উদীচী শিল্পীগোষ্ঠী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরু সদ্য প্রয়াত খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সুকান্ত বিষয়ে আলোচনা করেন অধ্যাপক সফিউদ্দীন আহমেদ, হাবিবুল আলম, সঙ্গীতা ইমাম এবং উদীচী মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ’ গাইলেন উদীচীর শিল্পীরা। আরও পরিবেশিত হয় ‘হে মহামানব’. ‘কাটা হবে ধান’, ‘হে সাথী আজকে’ প্রভৃতি গান। উদীচীর কর্মীরা আবৃত্তি করেন ‘সিঁড়ি’ কবিতাটি।
জাতীয় জাদুঘরে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর অংশ হিসেবে গতকাল জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে শুরু হলো জাদুঘরে বঙ্গবন্ধুর উপহার দেওয়া ৪৮টি নিদর্শন, বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উল্লেখযোগ্য ৪০টি আলোকচিত্র এবং জাতীয় শোক দিবসে জাতীয় জাদুঘর আয়োজিত শিশু-কিশোর চিত্রকলা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ৪৯টি শিশু-কিশোর চিত্রকলার প্রদর্শনী। বঙ্গবন্ধুর দেওয়া নিদর্শনগুলোর মধ্যে পাকিস্তানিদের ওপর নিক্ষিপ্ত মুক্তিযুদ্ধের প্রথম গোলা, বঙ্গবন্ধুকে দেওয়া রক্ত দিয়ে লেখা মানপত্র উল্লেখযোগ্য।
তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।
২৪ আগস্ট পর্যন্ত প্রদর্শনী চলবে।
শিশু একাডেমীর কর্মসূচি
আজ সোমবার দুপুরে শিশু একাডেমীর আর্ট গ্যালারিতে ‘এসো বঙ্গবন্ধুর গল্প শুনি’, সনদ প্রদান, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ার। ‘এসো বঙ্গবন্ধুর গল্প শুনি’ আসরে গল্প শোনাবেন সৈয়দ হাসান ইমাম, খেলাঘরের চেয়ারপারসন মাহফুজা খানম ও সাংবাদিক বেবী মওদুদ।
ফরিদপুরে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
ফরিদপুর অফিস জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে শিশুদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিযোগিতা শুরু হয়। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমী যৌথভাবে এর আয়োজন করে।
জেলা শিশু একাডেমীর সংগঠক ফাতেমা বেগম জানান, পাঁচটি বিষয় নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতা।
গালে হাত দিয়ে বসে থাকা এক কিশোর। মুখে স্মিত হাসি। ঠোঁটের ওপর সদ্য গজানো গোঁফের কালো রেখা। কবিতানুরাগীদের কাছে সুকান্তের এ ছবিটি চিরচেনা। কবিপ্রতিভা বিকাশের খুব বেশি সময় পাননি তিনি। তাতেই বাংলা কবিতায় স্থায়ী আসন করে নিয়েছেন। সৃষ্টি করেছেন স্বতন্ত্র ধারা।
শোষণ, বঞ্চনা আর বৈষম্যে ভরা সমাজটাকে একদম মেনে নিতে পারেননি তিনি। স্বপ্ন দেখেছেন সমাজটাকে পাল্টানোর। লিখেছেন, ‘বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,/ আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে’।
গতকাল রোববার ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গতকাল উদীচী শিল্পীগোষ্ঠী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরু সদ্য প্রয়াত খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সুকান্ত বিষয়ে আলোচনা করেন অধ্যাপক সফিউদ্দীন আহমেদ, হাবিবুল আলম, সঙ্গীতা ইমাম এবং উদীচী মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ’ গাইলেন উদীচীর শিল্পীরা। আরও পরিবেশিত হয় ‘হে মহামানব’. ‘কাটা হবে ধান’, ‘হে সাথী আজকে’ প্রভৃতি গান। উদীচীর কর্মীরা আবৃত্তি করেন ‘সিঁড়ি’ কবিতাটি।
জাতীয় জাদুঘরে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর অংশ হিসেবে গতকাল জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে শুরু হলো জাদুঘরে বঙ্গবন্ধুর উপহার দেওয়া ৪৮টি নিদর্শন, বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উল্লেখযোগ্য ৪০টি আলোকচিত্র এবং জাতীয় শোক দিবসে জাতীয় জাদুঘর আয়োজিত শিশু-কিশোর চিত্রকলা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ৪৯টি শিশু-কিশোর চিত্রকলার প্রদর্শনী। বঙ্গবন্ধুর দেওয়া নিদর্শনগুলোর মধ্যে পাকিস্তানিদের ওপর নিক্ষিপ্ত মুক্তিযুদ্ধের প্রথম গোলা, বঙ্গবন্ধুকে দেওয়া রক্ত দিয়ে লেখা মানপত্র উল্লেখযোগ্য।
তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।
২৪ আগস্ট পর্যন্ত প্রদর্শনী চলবে।
শিশু একাডেমীর কর্মসূচি
আজ সোমবার দুপুরে শিশু একাডেমীর আর্ট গ্যালারিতে ‘এসো বঙ্গবন্ধুর গল্প শুনি’, সনদ প্রদান, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ার। ‘এসো বঙ্গবন্ধুর গল্প শুনি’ আসরে গল্প শোনাবেন সৈয়দ হাসান ইমাম, খেলাঘরের চেয়ারপারসন মাহফুজা খানম ও সাংবাদিক বেবী মওদুদ।
ফরিদপুরে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
ফরিদপুর অফিস জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে শিশুদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিযোগিতা শুরু হয়। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমী যৌথভাবে এর আয়োজন করে।
জেলা শিশু একাডেমীর সংগঠক ফাতেমা বেগম জানান, পাঁচটি বিষয় নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতা।
সকল বিনোদন সংবাদ এক জায়গায়
এই ব্লগ সাইটে বাংলাদেশ এর সকল সংবাদপত্রের বিনোদন সংবাদ একসাথে পাবেন। আশা করি এই ব্লগটি সবার ভালো লাগবে।
Subscribe to:
Posts (Atom)