http://www.mzamin.com/index.php?option=com_content&view=article&id=16814:2011-08-14-13-50-51&catid=36:local&Itemid=68মোহাম্মদ আওলাদ হোসেন: অস্বাভাবিকভাবেই চলে গেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ ও টেলিভিশন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ মিশুক মুনীর। কিছুদিন আগে অস্বাভাবিকভাবে চলে গেলেন তরুণ কণ্ঠশিল্পী আবিদ। দু’জনের চলে যাওয়া সড়ক পথে, একজনের সমুদ্রে। সমুদ্রের বিশালতায় মুগ্ধ হবার জন্য মানুষ বার বার ছুটে যায় বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত কক্সবাজারে। আগে শীত মওসুম আর ঈদ উৎসবে কক্সবাজারে ঢল নামতো মানুষের সমুদ্রের টানে। এখন বারো মাসই ঢল নামে। সমুদ্রের বিশালতার কাছে কোন সময় বাধা হয়ে দাঁড়ায় না। তাইতো রমজান মাসের আগে পিকনিকে গিয়েছিলেন আবিদ তার কর্মস্থল মাত্রার সঙ্গে। আনন্দ উচ্ছলতাকে পরিপূর্ণ করতে সমুদ্রে নেমেছিলেন। কিন্তু জীবিত অবস্থায় ফিরে আসতে পারেননি। সমুদ্রের বিশালতায় হারিয়ে গিয়েছিলেন গান গেয়ে সবার মন জয় করা প্রাণবন্ত তরুণ আবিদ। ফিরে এসেছেন নিসপ্রাণ দেহে। সঙ্গে দুই বন্ধু। আবিদের মতো সম্ভাবনার অকাল এবং অস্বাভাবিক মৃত্যুর পর বেদনায় স্তব্ধ সংস্কৃতি অঙ্গন। জাতি যখন সমুদ্র সৈকতের নিরাপত্তা নিয়ে নানা ভাবনায় বিভোর ঠিক তখনই বিনামেঘে বজ্রপাতের মতো ভয়াবহ সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বরেণ্য চিত্রগ্রাহক এটিএন নিউজের সিইও মিশুক মুনীরসহ ৫ জনের অস্বাভাবিক মৃত্যুর সংবাদ। শোকে স্তব্ধ পুরো শিল্পাঙ্গন। সড়ক দুর্ঘটনার মরণ ফাঁদ যেন উন্মুখ হয়ে আছে মানুষের জীবন কেড়ে নেয়ার জন্য। তারেক মাসুদ আর মিশুক মুনীরের আগে চট্টগ্রামের মিরেরশ্বরাই-এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪৫ জন স্কুল ছাত্রের অকাল মৃত্যু হয়। যা সহ্য করার মতো নয়। জাতি পারছে না এতো অস্বাভাবিক মৃত্যু সহ্য করতে। কিন্তু যাদের সহ্য করার কথা এবং যন্ত্রযানকে যারা যন্ত্রদানবে পরিণত করছে তাদের দেখার কেউ নেই। সরকারের যোগাযোগ মন্ত্রণালয় ব্যস্ত বড় বড় কাজ নিয়ে। গাজীপুর চৌরাস্তার করুণ দশার জন্য উত্তরাঞ্চলের পরিবহন বন্ধ থাকছে। দুর্ভোগে পড়ছে লাখ লাখ মানুষ। দুর্ঘটনা এড়াতে এবং গাড়ির স্থায়িত্ব রক্ষা করতে মালিকেরা বন্ধ রেখেছেন বাস চালানো। জনগণের ভোগান্তির শেষ নেই। কিন্তু সরকারের কোন মাথা ব্যথা নেই। আজ থেকে প্রায় ১৫/১৬ বছর আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় চিত্রতারকা ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। প্রিয়তমা স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর ইলিয়াস কাঞ্চন গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই দিবস’। প্রায় দশ বছর পর ‘নিরাপদ সড়ক চাই’ দিবসটি আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি লাভ করেছে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে ইলিয়াস কাঞ্চন তার ঘনিষ্ঠজনদের নিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ গঠন করেছিলেন, সেই উদ্দেশ্য আজও পূরণ হয়নি। ইলিয়াস কাঞ্চন দীর্ঘ এই সময়ের মধ্যে প্রতিটি সরকারের কাছে নিরাপদ সড়কের জন্য যে সকল প্রস্তাবনা তুলে ধরেছিলেন, বিভিন্ন সভা সমিতি টেলিভিশন চ্যানেল ও পত্রপত্রিকার মাধ্যমে, সেগুলো কোন সরকারের যোগাযোগ মন্ত্রীই কানে নেননি। এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছেন। প্রতিটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সময় দেখি গাড়িরচালক পালিয়ে যেতে সক্ষম হয়। দুর্ঘটনা ঘটিয়ে জনগণের সঙ্গে মিশে যায়। নিরাপদ সড়ক চাই-এর একজন কর্মী হিসেবে আমরা জেলা উপজেলা ও বিভাগীয় শহরে পদযাত্রা করেছি জনগণকে সচেতন করার জন্য। প্রতি বছরের ২২শে অক্টোবর আন্তর্জাতিক নিরাপদ সড়ক চাই দিবসের সরকারের কাছে নানা প্রস্তাবনা তুলে ধরেছি। এর মধ্যে একটি প্রস্তাবনা ছিল বাস ও ট্রাক চালকদেরকে নির্দিষ্ট পোশাক দিতে হবে। যাতে দুর্ঘটনা ঘটিয়ে সহজে পালিয়ে যেতে না পারে। সরকার নির্দিষ্ট পোশাক দিয়েছে ট্যাক্সি ড্রাইভার ও সিএনজি চালকদের। অবশ্য প্রাইভেট কার চালকদের বাদ রাখা হয়েছে এই দল থেকে। অথচ যারা সব সময় দুর্ঘটনা ঘটাচ্ছে সেইসব বাস ট্রাক চালকদের জন্য নির্দিষ্ট কোন পোশাক সরকার দিতে পারেনি। ৪৫ জন স্কুল ছাত্রকে হত্যা করে ট্রাকচালক ঠিকই পালিয়ে যায়। যদিও পরে সে ধরা পড়েছে। ধরা পড়ার পর তার কি শাস্তি হয়েছে, ওই ট্রাক মালিকের কি শাস্তি হয়েছে তা কেউ জানেন না। তারেক মাসুদ-মিশুক মুনীরের বহনকারী মাইক্রোবাসটিকে দুমড়ে মুচড়ে দিয়ে পালিয়ে গেল বাস চালক। অথচ দুর্ভাগ্য দেশ। একজন বাসযাত্রীও এই নির্মম সড়ক দুর্ঘটনার প্রতিবাদ করে চালককে আটকাবার চেষ্টা করলেন না। তারাও পালিয়ে গেলেন চালকের সঙ্গে। যে বাস চালক এই ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়েছে সে কি জানে ওই মাইক্রোবাসটিতে দেশের মূল্যবান সম্পদরা ছিলেন। সে কি জানে তার ভুলে এ দেশের শিল্প সংস্কৃতি জগৎ কাদেরকে হারিয়েছে। সরকার তদন্ত কমিটি করেছে। তদন্তও হবে। কিন্তু কমিটির রিপোর্ট আলোর মুখ দেখবে কিনা কিংবা ওই বাস চালকের শাস্তি হবে কিনা তা নিশ্চিত করে কেউই বলতে পারবেন না। কিন্তু আমরা বলতো পারবো, যা হারিয়েছি তা আর ফিরে পাওয়া যাবে না। তারেক মাসুদ-মিশুক মুনীররা আর ফিরবেন না আমাদের স্বপ্ন দেখাতে। আবিদও ফিরবেন না তার সুরেলা কণ্ঠের যাদুকে আমাদের মুগ্ধ করতে। সড়কে নিরাপত্তা নেই দীর্ঘ বছর ধরে। এখন সমুদ্রেও নেই। জোয়ার ভাটার সময় শুধু লাল সবুজ পতাকা তুলেই দায়িত্ব শেষ করে কর্তৃপক্ষ। সৈকতে পর্যটকদের সতর্ক করার কোন ব্যবস্থা নেই। কিছুই নেই এখন এই দেশে। সবচেয়ে বড় কথা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। সকালে বাসা থেকে বের হলে রাতে আবার ফিরতে পারবেন কিনা এর নিশ্চয়তা নেই। প্রতিটি সড়ক এখন মৃত্যুফাঁদ। দিনের বেলায় রাজধানীতে ট্রাক চলাচল নিষিদ্ধ থাকলেও ট্রাকের চেয়ে দ্বিগুণ বড় কাভার্ডভ্যান চলছে ঠিকই। রাজধানীর বাসগুলো বেপরোয়া। চাকলরা নিয়ন্ত্রণহীন। অধিকাংশ বাস চালায় হেলপার। এসব দেখার কেউ নেই। তারেক মাসুদও এসব দেখতে চাননি। তিনি চেয়েছিলেন সাধারণ মানুষকে নিয়ে চলচ্চিত্রের মাধ্যমে স্বপ্নের জাল বুনতে। চলচ্চিত্র নিয়ে অধিকাংশ সময় দেশের বাইরে থাকা তারেক মাসুদ, মিশুক মুনীরেরা বাংলাদেশের সড়ক পথের ভয়াবহতা ভুলেই গিয়েছিলেন। মানুষকে দেখানো স্বপ্ন নিয়ে বিভোর ছিলেন। তারেক মাসুদ আদমসুরাত থেকে রানওয়ে পর্যন্ত প্রতিটি ছবিতে মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। মুক্তির গান, অন্তর্যাত্রা, মাটির ময়নার পর কাগজের ফুল বানাবার পরিকল্পনা গ্রহণ করেছিলেন দুই বছর আগে। সদাহাস্য আর দরাজ কণ্ঠের অধিকারী তারেক মাসুদ যুক্তি দিয়ে কথা বলতেন, কথা বলার সময় হাসি লেগে থাকতো তার ঠোঁটে। আজ সেই মুখ নেই। সেই হাসি নেই। অস্বাভাবিক মৃত্যু কেড়ে নিয়েছে সব। এর দায়ভার শিল্পজগৎ নিতে পারছে না। হয়তো পারবে না কোনদিনই। কিন্তু তারেক মাসুদ, মিশুক মুনীর এবং আবিদের হাসি মাখা মুখের চিত্রটা আমাদের সকলের হৃদয়ে গেঁথে থাকবে ততদিন, যতদিন সরকার সড়ককে নিরাপদ করার উদ্যোগ না নেবে। মালিক চালকদের আন্দোলনের ভয় আর অসুস্থ রাজনীতির যাঁতাকল থেকে বের হয়ে না আসতে পারলে অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা বাড়বেই। প্রশ্ন এখন একটাই, এতো সব অস্বাভাবিক মৃত্যুর দায়ভার নেবে কে?
Media World
Its a new blog for media news. Here you can find all newspapers media news update at one place. So lets come & get the all media news.
Sunday, August 14, 2011
বিদেশি গণমাধ্যমে তারেক মাসুদের মৃত্যুর খবর
http://www.samakal.com.bd/details.php?news=21&action=main&menu_type=&option=single&news_id=182491&pub_no=783&type='কাগজের ফুল' ছবির চিত্রায়নের স্থান নির্বাচন করে ফেরার পথে গত শনিবার মানিকগঞ্জে মর্মান্তিক এক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নির্মাতার মৃত্যুর খবরটি গতকাল ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। কলকাতার আনন্দবাজার ও বর্তমান পত্রিকার শিরোনাম ছিল 'বাংলাদেশে দুর্ঘটনায় মৃত্যু চিত্রপরিচালক তারেক মাসুদের।' গণশক্তি পত্রিকা ছেপেছে_ 'দুর্ঘটনায় নিহত বাংলাদেশের চলচ্চিত্রকার তারেক মাসুদ'। দৈনিক সংবাদ প্রতিদিন ছেপেছে_ "দুর্ঘটনায় মৃত 'মাটির ময়না' ছবির স্রষ্টা"। বিবিসিতে প্রকাশিত খবরের শিরোনাম ছিল_ 'তারেক মাসুদ, মিশুক মুনীর নিহত'। বার্তা সংস্থা এএফপিও এ মৃত্যুর খবর প্রকাশ করেছে।
তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি
http://www.samakal.com.bd/details.php?news=21&action=main&menu_type=&option=single&news_id=182490&pub_no=783&type=
এ মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না হৃদয়। তারেক মাসুদ ও মিশুক মুনীর_ এ মানুষ দুটির মুখখানি চোখের সামনে ভেসে উঠলেই বুকটা খাঁ খাঁ করে উঠছে সহকর্মীদের। দেশীয় চলচ্চিত্রাঙ্গন তারেক মাসুদের মতো অত্যন্ত মেধাবী এক যোদ্ধাকে হারিয়ে নিঃসঙ্গ। অন্যদিকে মিশুক মুনীরকে হারিয়ে টিভি সাংবাদিকতা যেন হয়ে পড়ল বিবর্ণ। তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকালের মতো আজকের আনন্দ প্রতিদিনও উৎসর্গ করা হলো তাদের। ছবিগুলো তুলেছেন মাহবুব হোসেন নবীন ও রাজিব পাল
রত্নার প্রেম তো হতেই পারে
http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Tourist&pub_no=613&cat_id=1&menu_id=54&news_type_id=1&index=6
প্রেম নাকি রত্নার কাছে স্বর্গের মতো। যখন আসে, তখন সুখে ভেসে যায় তাঁর ভুবন। এ জন্যই শুরু থেকেই প্রেমের গল্পের ছবিতে অভিনয়ে প্রাধান্য দিয়েছেন তিনি। আর যদি টিনএজ বয়সের কোনো প্রেমের গল্প হয়, তাহলে তো কথাই নেই। এবার সে রকমই আরেকটি সুযোগ পেলেন এই অভিনেত্রী। ছবির নামটিও তাঁর কাছে বেশ সুন্দর লেগেছে। 'প্রেম তো হতেই পারে' নামের এ ছবিটি পরিচালনা করবেন সত্যরঞ্জন রোমান্স। রত্না বলেন, "সত্যদা যখন আমাকে গল্পটি শোনালেন, আমি একবারেই 'হ্যাঁ' করে দিয়েছি। প্রেমের গল্প বলে কথা। ছবিতে আমি একজন অল্প বয়স্ক মেয়ে, যে প্রেমের জন্য সব করতে পারে। অবশ্য জানি, চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমাকে বেশ খাটতে হবে। তবু মনপ্রাণ দিয়ে চেষ্টা করব। বাকিটা দর্শকের ওপর। তারাই রায় দেবেন।"
আগামী মাসের প্রথম থেকেই ছবিটির কাজ শুরু হবে বলেও জানান রত্না।
আগামী মাসের প্রথম থেকেই ছবিটির কাজ শুরু হবে বলেও জানান রত্না।
মনিরের দেহতরী
http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Forum&pub_no=613&cat_id=1&menu_id=54&news_type_id=1&index=4
'চ্যানেল আই সেরাকণ্ঠ : ২০০৮' প্রতিযোগিতার শীর্ষ প্রতিযোগী মনির। পরের বছর চ্যাম্পিয়ন হন কলকাতায় অনুষ্ঠিত 'সুর দরিয়া এপার-ওপার' প্রতিযোগিতায়। সাউন্ডটেক থেকে প্রকাশিত মিঙ্ড অ্যালবাম 'রংধনু'তে তাঁর গাওয়া প্রথম মৌলিক গান প্রকাশিত হয়। ঈদ সামনে রেখে নিজের প্রথম একক অ্যালবাম 'দেহতরী' নিয়ে আসছেন তিনি। লোকধাঁচের এ অ্যালবামে গান রয়েছে আটটি। এগুলোর মধ্যে চারটি গান শাহ্ আবদুল করিমের, দুটি গান হেমাঙ্গ বিশ্বাসের, একটি সোলায়মান খেয়াজপুরীর। বাকি গানটির কথা ও সুর করেছেন মনির নিজেই। গানগুলোর সংগীতায়োজন করেছেন আজমীর বাবু, ইমনার, অয়ন ও ফুয়াদ রেজা। মনির বলেন, 'গান নিয়েই আমি সারা দিন পড়ে থাকি। এক বছর ধরে এ অ্যালবামের গানগুলো তৈরি করেছি। আশা করি, শ্রোতাদের পছন্দ হবে।' উল্লেখ্য, সম্প্রতি লোকসংগীতের ওপর ডিগ্রি পাস করেছেন মনির।
'চ্যানেল আই সেরাকণ্ঠ : ২০০৮' প্রতিযোগিতার শীর্ষ প্রতিযোগী মনির। পরের বছর চ্যাম্পিয়ন হন কলকাতায় অনুষ্ঠিত 'সুর দরিয়া এপার-ওপার' প্রতিযোগিতায়। সাউন্ডটেক থেকে প্রকাশিত মিঙ্ড অ্যালবাম 'রংধনু'তে তাঁর গাওয়া প্রথম মৌলিক গান প্রকাশিত হয়। ঈদ সামনে রেখে নিজের প্রথম একক অ্যালবাম 'দেহতরী' নিয়ে আসছেন তিনি। লোকধাঁচের এ অ্যালবামে গান রয়েছে আটটি। এগুলোর মধ্যে চারটি গান শাহ্ আবদুল করিমের, দুটি গান হেমাঙ্গ বিশ্বাসের, একটি সোলায়মান খেয়াজপুরীর। বাকি গানটির কথা ও সুর করেছেন মনির নিজেই। গানগুলোর সংগীতায়োজন করেছেন আজমীর বাবু, ইমনার, অয়ন ও ফুয়াদ রেজা। মনির বলেন, 'গান নিয়েই আমি সারা দিন পড়ে থাকি। এক বছর ধরে এ অ্যালবামের গানগুলো তৈরি করেছি। আশা করি, শ্রোতাদের পছন্দ হবে।' উল্লেখ্য, সম্প্রতি লোকসংগীতের ওপর ডিগ্রি পাস করেছেন মনির।
একজন মায়াবতীর গল্প
http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Sports&pub_no=613&cat_id=1&menu_id=54&news_type_id=1&index=3
একজন মায়াবতীর গল্প
রংবেরং প্রতিবেদক
বিলেতফেরত অপু দেশে ফিরে জানতে পারেন দাদি তাঁর বিয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছেন। দাদির পছন্দের মেয়েকেই বিয়ে করেন অপু। কিন্তু বিয়ের রাতেই তাঁর বউ মায়াবতীর জীবনে একের পর এক ঘটনা ঘটতে থাকে। এ রকম একটি গল্প নিয়ে রাইসুল তমাল নির্মাণ করেছেন ঈদের নাটক 'একজন মায়াবতীর গল্প'। জিনাত হোসেন যুথীর রচনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া, শিপলু, মেহজাবীন, জাহিদ অর্ক, সাবিহা জামান, সুজাতা প্রমুখ। নাটকটি আসছে ঈদে যেকোনো একটি চ্যানেলে প্রচারিত হবে।
একজন মায়াবতীর গল্প
ঈদ আনন্দে সত্য সাহার গান
http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Cricket&pub_no=613&cat_id=1&menu_id=54&news_type_id=1&index=1
বাংলাদেশের অনেক জনপ্রিয় গানেরই সুরকার, সংগীত পরিচালক প্রয়াত সত্য সাহা। বেতার, টেলিভিশন কিংবা চলচ্চিত্র সব মাধ্যমেই সমান শ্রোতাপ্রিয়তা অর্জন করেছিল তাঁর গান। এবার ঈদে গুণী এ সংগীত পরিচালকের প্রায় ২০টি গান নিয়ে ইটিভি আয়োজন করবে বিশেষ ফোনোলাইভ স্টুডিও কনসার্ট অনুষ্ঠান। 'ঈদ আনন্দে সত্য সাহার গান' নামের এ অনুষ্ঠানটি ঈদের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে। প্রযোজনায় কামরুজ্জামান রঞ্জু। সত্য সাহার ছেলে ইমন সাহার পাশাপাশি গানগুলোতে কণ্ঠ দেবেন এ প্রজন্মের শিল্পী দিঠি আনোয়ার, রন্টি দাস, সাবি্বর, কিশোর ও আলিফ। এ প্রসঙ্গে ইমন সাহা বলেন, 'এর মাধ্যমে সবাই আমার বাবার গানগুলো নতুন করে শুনতে পারবেন। পাশাপাশি এ প্রজন্মের শিল্পী-শ্রোতারাও বাবার গানগুলো সম্পর্কে নতুন করে জানতে পারবেন।'
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন ইমন। গাওয়ার পাশাপাশি গান এবং বাবাকে নিয়ে নানা স্মৃতিচারণা করবেন তিনি। অনুষ্ঠানে গাওয়ার জন্য যে গানগুলো চূড়ান্ত করা হয়েছে সেগুলোর কয়েকটির শিরোনাম 'চেনা চেনা লাগে তবু অচেনা', 'দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক', 'চিঠি দিও প্রতিদিন', 'আমার মন বলে তুমি আসবে', 'রূপালী নদীরে', 'বন্ধু হতে চেয়ে তোমার', 'আকাশের হাতে আছে একরাশ নীল', 'তুমি কি দেখেছো কভু', 'ঐ দূর দূরান্তে', 'মাগো মা ওগো মা' প্রভৃতি।
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন ইমন। গাওয়ার পাশাপাশি গান এবং বাবাকে নিয়ে নানা স্মৃতিচারণা করবেন তিনি। অনুষ্ঠানে গাওয়ার জন্য যে গানগুলো চূড়ান্ত করা হয়েছে সেগুলোর কয়েকটির শিরোনাম 'চেনা চেনা লাগে তবু অচেনা', 'দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক', 'চিঠি দিও প্রতিদিন', 'আমার মন বলে তুমি আসবে', 'রূপালী নদীরে', 'বন্ধু হতে চেয়ে তোমার', 'আকাশের হাতে আছে একরাশ নীল', 'তুমি কি দেখেছো কভু', 'ঐ দূর দূরান্তে', 'মাগো মা ওগো মা' প্রভৃতি।
Subscribe to:
Posts (Atom)